পশ্চিমবঙ্গ

west bengal

CJI D Y Chandrachud: সমাজে 'ঐতিহাসিক ভুল'কে চিরস্থায়ী করতে আইনি ব্যবস্থা দায়ী, মত প্রধান বিচারপতির

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 4:01 PM IST

Perpetuating Historical Wrongs Against Marginalised Sections: সমাজে ক্রীতদাস প্রথা এবং পিছিয়ে পড়া শ্রেণির উপর অত্যাচারের অন্যতম কারণ আইন ব্যবস্থা ৷ ম্যাসাচুসেটসের ওয়ালথামের ব্র্যান্ডেস বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ আম্বেদকর আন্তর্জাতিক সম্মেলনে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পুরনো আইন ব্যবস্থা নিয়ে ভাষণ দিতে গিয়ে বললেন দেশের প্রধান বিচারপতি।

ETV BHARAT
ETV BHARAT

নিউইয়র্ক, 23 অক্টোবর: দুর্ভাগ্যবশত আইনি ব্যবস্থা প্রায়ই প্রান্তিক সামাজিক গোষ্ঠীগুলির বিরুদ্ধে 'ঐতিহাসিক ভুলগুলি'কে চিরস্থায়ী করার জন্য 'প্রধান ভূমিকা' পালন করেছে ৷ রবিবার ম্যাসাচুসেটসের ওয়ালথামের ব্র্যান্ডেস বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ আম্বেদকর আন্তর্জাতিক সম্মেলনে এমনটাই বললেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ পাশাপাশি তাঁর বক্তব্য, এর ফলে তৈরি হওয়া ক্ষত আগামী প্রজন্মকেও ভুক্তভোগী করতে পারে ৷

রিফর্মেশন বিয়ন্ড রিপ্রেজেন্টেশন: 'দ্য সোশাল লাইফ অফ দ্য কনস্টিটিউশন ইন রেমেডিং হিস্টোরিক্যাল রং', নামে তাঁর এই ভাষণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, ‘‘ইতিহাস জুড়ে প্রান্তিক সামাজিক গোষ্ঠীগুলি ভয়ংকর ভুলের শিকার হয়েছে ৷ প্রায়শই কুসংস্কার, বৈষম্য এবং অসম ক্ষমতার কারণে এই পরিস্থিতি হয়েছে ৷’’

তিনি বলেন, ‘‘নৃশংস ট্রান্সঅ্যাটলান্টিক 'ক্রীতদাস বাণিজ্যে'র উদ্দেশ্যে জোর করে লক্ষ লক্ষ আফ্রিকানদের তুলে নিয়ে আসা হয় ৷ নেটিভ আমেরিকানরা বাস্তুচ্যুত হয়েছেন ৷ ভারতে জাতিগত বৈষম্যের কারণে লক্ষ লক্ষ পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের উপর নিপীড়ন চালানো হয়েছে ৷ মহিলাদের উপর নিয়মিত অত্যাচার, তৃতীয় লিঙ্গ এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অন্যায়ের দৃষ্টান্ত রয়েছে ৷ যা ইতিহাসকে কলংকিত করেছে ৷’’

আরও পড়ুন:42 মহিলা বিচারক নিয়োগ, 'সময় বদলানোর ইঙ্গিত', বললেন দেশের প্রধান বিচারপতি

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আক্ষেপের সঙ্গে বলেন, ‘‘দুর্ভাগ্যবশত, আইনি ব্যবস্থা প্রায়ই প্রান্তিক সামাজিক গোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক ভুলগুলিকে চিরস্থায়ী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, ভারতের কিছু অংশেও দাসপ্রথা বৈধ করা হয়েছিল ৷’’ তিনি এরই সঙ্গে যোগ করেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রে দাসত্বের প্রতিষ্ঠানকে সমর্থনকারী বৈষম্যমূলক আইনগুলির কোডিফিকেশন করা হয়েছিল ৷ এক্ষেত্রে দক্ষিণ আমেরিকায় বিভেদ সৃষ্টিকারী জিম ক্রো আইনকে কার্যকর করা হয় ৷ যার সাহায্যে আদিবাসীদের বলপূর্বক দাসে পরিণত করার নীতি কার্যকর করা হয় ৷ এক্ষেত্রে আইনি পরিকাঠামোকে হাতিয়ার করা হয়েছিল ৷’’ ওই ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতে নিপীড়িত সম্প্রদায়গুলি দীর্ঘ সময়ের জন্য ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল বলেও উল্লেখ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details