পশ্চিমবঙ্গ

west bengal

Kremlin Strike: ক্রেমলিনে ড্রোন হানা কি রাশিয়ার সাজানো, উঠছে প্রশ্ন

By

Published : May 4, 2023, 1:36 PM IST

বুধবার ক্রেমলিনে ড্রোন হামার ঘটনা প্রকাশ্যে আসে ৷ রাশিয়া দাবি করে যে ইউক্রেন রয়েছে ওই হামলার পিছনে ৷ ইউক্রেন অবশ্য অভিযোগ অস্বীকার করেছে ৷ তাদের পালটা দাবি, ইউক্রেনে আরও হামলা চালাতে নিজেরাই এই ড্রোন হানার পরিকল্পনা করেছে রাশিয়া ৷

Kremlin Strike
ক্রেমলিনে ড্রোন হানা

হায়দরাবাদ, 4 মে: ক্রেমলিনে ড্রোন হানা নিয়ে হইচই পড়েছিল বুধবার ৷ রাশিয়া দাবি করে যে ওই হামলা চালিয়েছে ইউক্রেন ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনকে হত্যা করতেই ওই হামলা চালানো হয় ৷ যদিও ঘটনার সময় সেখানে তিনি না থাকায় রক্ষা পেয়েছেন ৷ কিন্তু এই হামলার পর সময় যত এগোচ্ছে, ততই এই নিয়ে ধোঁয়াশা বাড়ছে ৷ ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার নামে একটি সংগঠনের তরফে দাবি করা হয়েছে, ওই হামলা সম্ভবত রাশিয়ার পরিকল্পনাতেই হয়েছে ৷ তারা নিজেই কিছু উদ্দেশ্য সাধনে এই কাজ করেছে ৷

ইউক্রেনের দাবি, তাদের দেশে রাশিয়া আগামিদিনে আক্রমণ বৃদ্ধি করতে চায় ৷ সেই বিষয়টির যৌক্তিকতা প্রমাণে ক্রেমলিনে নিজেরাই হামলা চালিয়েছে ৷ ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার নামে ওই সংগঠনও ইউক্রেনের এই দাবির সঙ্গে সহমত পোষণ করছে ৷

ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে রাশিয়ান কর্তৃপক্ষ সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরীণ বিমান প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য পদক্ষেপ করেছে ৷ যার মধ্যে রয়েছে মস্কোও । গত জানুয়ারিতে রাশিয়ার তরফে জিওলোকেটেড ইমেজও শেয়ার করা হয় ৷ সেখানে দেখা যায় যে তারা মস্কো শহরের চারপাশে বিমান প্রতিরক্ষা বৃত্ত তৈরি করে ওই শহরের কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করছে ।

ওই প্রতিবেদন আরও বলছে যে দু’টি ড্রোন বিমান প্রতিরক্ষার একাধিক স্তর ভেদ করে ঢুকে পড়ল, যাতে সেটি ক্রেমলিনের ঠিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটাতে পারে বা সেটাকে এমনভাবে গুলি করে নামিয়ে দেওয়া হল, যা ক্যামেরায় সুন্দরভাবে ধরা পড়ল ৷ এটা একেবারেই অসম্ভব বলে মনে হচ্ছে ৷ তাছাড়া ঘটনার সঙ্গে সঙ্গেই যেভাবে সুসংহতভাবে ক্রেমলিনের তরফে ওই হামলার প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, সেটা দেখেও মনে হচ্ছে যে রাশিয়া নিজেরাই পরিকল্পনা করে এই হামলা করেছে ৷ আগামী 9 মে রাশিয়ায় বিজয় দিবস ৷ তার আগে যুদ্ধের পরিস্থিতিকে আরও প্রাসঙ্গিক করতেই এই হামলা বলেও মনে করছে ওই সংগঠন ৷ রাশিয়ায় এখন সৈন্য সংকট রয়েছে ৷ তার পরও তারা যুদ্ধের গতি বাড়াতে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে ৷

এদিকে এই ইউক্রেন এই হামলার দায় নিতে অস্বীকার করেছে ৷ ওই দেশের প্রেসিডেন্ট ভলোদেমেয়ার জেলেনেস্কি জানিয়েছেন যে তাঁরা নিজেদের দেশের সীমার মধ্যেই লড়াই করেন ৷ তিনি এখন ফিনল্যান্ড সফরে ৷ সেখান থেকেই তিনি এই প্রতিক্রিয়া দিয়েছেন ৷ পাশাপাশি তাঁর পরামর্শদাতা মিখাইলো পোডোল্যাক জানিয়েছেন যে ইউক্রেনের শহরগুলির উপর আবার হামলা চালানোর পরিকল্পনা করছে ৷ সেই কারণেই ক্রেমলিনে ড্রোন হানার নাটক করেছে রাশিয়া ৷

রাশিয়ার জাতীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন যে পুতিন তখন ক্রেমলিনে ছিলেন না এবং নভো-ওগারিওভো বাসভবন থেকে কাজ করছিলেন । পুতিন নিরাপদে রয়েছেন৷ তাঁর সময়সূচি অপরিবর্তিত রয়েছে ।

আরও পড়ুন:ড্রোন হামলায় পুতিনকে হত্যার চেষ্টা ইউক্রেনের, দাবি রাশিয়ার

ABOUT THE AUTHOR

...view details