ETV Bharat / international

Russia Accuses Ukraine: ড্রোন হামলায় পুতিনকে হত্যার চেষ্টা ইউক্রেনের, দাবি রাশিয়ার

author img

By

Published : May 3, 2023, 7:00 PM IST

Updated : May 3, 2023, 7:27 PM IST

Putin ETV Bharat
ড্রোন হামলায় পুতিনকে হত্যার চেষ্টা

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে বলেছেন যে, ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্য ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন ৷

মস্কো, 3 মে: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা চালিয়েছে ইউক্রেন ৷ সেই কারণেই তারা রাতারাতি দুটি ড্রোন নিয়ে ক্রেমলিনে আক্রমণ করার চেষ্টা করেছে । বুধবার এমনই অভিযোগ করল রাশিয়ান কর্তৃপক্ষ ৷ এই হামলার প্রচেষ্টাকে "নাশকতামূলক কাজ" বলে উল্লেখ করে এর নিন্দা করেছে ক্রেমলিন ৷ তারা দাবি করেছে যে, রাশিয়ার সামরিক ও নিরাপত্তা বাহিনী ড্রোন হামলা হওয়ার আগেই তাদের থামিয়ে দিয়েছে ।

রাশিয়ার সরকার চালিত সংবাদ সংস্থার এক বিবৃতিতে জানানো হয়েছে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি । ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে বলেন যে, পুতিন তখন ক্রেমলিনে ছিলেন না এবং নভো-ওগারিওভো বাসভবন থেকে তিনি কাজ করছিলেন । ক্রেমলিন আরও জানিয়েছে যে, ভ্লাদিমির পুতিন নিরাপদে রয়েছেন এবং তাঁর যাবতীয় শিডিউল অপরিবর্তিত রয়েছে । তবে ক্রেমলিন ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন হামলার যে অভিযোগ এনেছে, তার সপক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করেনি, তবে তাদের বিবৃতিতে কিছু বিশদ বিবরণ অন্তর্ভুক্ত ছিল ।

তাসকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে যে, ক্রেমলিন এই ঘটনাকে পুতিনের প্রাণনাশের একটি সুপরিকল্পিত প্রচেষ্টা হিসেবে বিবেচনা করেছে ৷ রাশিয়া 9 মে বিজয় দিবস উদযাপন করার আগেই এই হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে ।

হত্যা প্রচেষ্টা ব্যর্থ হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর কিইভ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । রাশিয়া প্রায়ই ইউক্রেনকে দেশের অভ্যন্তরে হামলার পরিকল্পনা করার জন্য অভিযুক্ত করেছে ৷ প্রায়ই ইউক্রেনও সেই অভিযোগগুলি অস্বীকার করে । এই ঘটনাটি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের 14 মাস পরে ঘটল এবং কিভের সামরিক বাহিনীর প্রত্যাশিত পালটা আক্রমণের আগে এই ঘটনা ঘটল । ক্রেমলিন বলেছে যে, প্রেসিডেন্টের শিডিউল এই ঘটনার দ্বারা প্রভাবিত হয়নি । রাশিয়ার ওয়েবসাইটে বলা হয়েছে, পুতিন বুধবার বিকেলে নিজনি নভগোরড অঞ্চলের গভর্নর গ্লেব নিকিতিনের সঙ্গে বৈঠক করেন ।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়া ? আমেরিকা-চিন সম্পর্কে অশনি সংকেত

Last Updated :May 3, 2023, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.