পশ্চিমবঙ্গ

west bengal

40 বছর পর মাঠে বসে ফুটবল খেলা দেখতে পারবেন ইরানের মহিলারা

By

Published : Oct 10, 2019, 10:47 PM IST

স্টেডিয়ামে বসে ফুটবল ম্যাচ দেখতে পারবেন ইরানের মহিলারা ৷ বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা FIFA গত মাসেই ইরানকে নির্দেশ দিয়েছিল ফুটবল স্টেডিয়ামে মহিলাদের প্রবেশাধিকার মঞ্জুর করার জন্য ৷ অবশেষে সেই নির্দেশ মেনে নিল ইরান প্রশাসন ৷

40 বছর পর মাঠে বসে ফুটবল খেলা দেখতে পারবেন ইরানের মহিলারা

তেহরান, 10 অক্টোবর : মাঠে ফুটবল খেলা চলছে ৷ আর স্টেডিয়ামে বসে তা দেখছে মহিলারা ৷ প্রায় 40 বছর পর এমনই দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে ইরান ৷ এতদিন মেয়েদের ফুটবল খেলা দেখা নিষিদ্ধ ছিল ইসলামিক রিপাবলিক ইরানে ৷ এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল ৷

বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা FIFA গত মাসেই ইরানকে নির্দেশ দিয়েছিল ফুটবল স্টেডিয়ামে মহিলাদের প্রবেশাধিকার মঞ্জুর করার জন্য ৷ অবশেষে সেই নির্দেশ মেনে নিল ইরান প্রশাসন ৷

মহিলাদের ফুটবল খেলা দেখার অনুমতি মেলাটা অবশ্য খুব সহজে আসেনি ৷ পরিস্থিতি চূড়ান্ত রূপ নিয়েছিল গত মাসে ৷ যখন স্টেডিয়ামে ঢুকতে বাধা দেওয়ার জন্য গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিলেন এক ইরানি যুবতি ৷ ওই যুবতি 'ব্লু গার্ল'-র মৃত্যুর পরই ইরান প্রশাসনের বিরুদ্ধে মুখ খোলে FIFA ৷ তাদের নির্দেশ ছিল হয় মহিলাদের মাঠে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হোক নয় বাতিল করা হবে ইরানের ফুটবল খেলার অনুমতি ৷ অবশেষে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার নির্দেশ মেনে মহিলাদের ফুটবল মাঠে ঢোকার অনুমতি দিল ইরান প্রশাসন ৷ শোনা গেছিল, ব্লু গার্লের মৃত্যুর পর FIFA ইরান প্রশাসনকে জানিয়ে দিয়েছিল ফুটবল মাঠে মহিলাদের প্রবেশাধিকার না দিলে 2022 বিশ্বকাপে তাদের অংশ নিতে দেওয়া হবে না ৷

1979 সাল থেকে মহিলাদের ফুটবল মাঠে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল ইরানে ৷ অবশেষে সেই নিষেধাজ্ঞা উঠে গেল ৷ সূত্রের খবর, এ মাসেই প্রায় 100 জন বিশেষভাবে সক্ষম মহিলা ফুটবল খেলা দেখবেন মাঠে উপস্থিত থেকে ৷

New Delhi, Oct 09 (ANI): After Delhi Chief Minister Arvind Kejriwal was denied 'political clearance' from the central government to attend climate meet in Denmark, BJP leader Vijay Goel said that the conference was for mayors, and CM Kejriwal wants to create issue out of his proposed visit. "This is a conference for mayors. He wants to create issue out of his proposed visit. Rather he should have sent one of the mayors who have done work on plastic and waste management."

ABOUT THE AUTHOR

...view details