পশ্চিমবঙ্গ

west bengal

সাধারণ জীবনযাপনে অনুমতি, রাজপরিবারের উপাধি ছাড়তে রাজি হ্যারি-মেগান

By

Published : Jan 19, 2020, 10:19 AM IST

Updated : Jan 19, 2020, 12:18 PM IST

রাজপরিবারের উপাধি ছাড়তে হচ্ছে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগানকে ৷ ফিরিয়ে দিতে হবে 31 লাখ ডলারও ৷ তবেই তাঁরা স্বাধীনভাবে নিজেদের জীবন বেছে নিতে পারবেন ৷

Buckingham Palace
প্রিন্স হ্যারি ও রাণী এলিজ়াবেথ

লন্ডন, 19 জানুয়ারি : রাজপরিবারের উপাধি আর থাকছে না প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগানের ৷ রাজপরিবারের উপাধি অর্থাৎ 'ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্স' আর ব্যবহার করবেন না দম্পতি। রাজপরিবারের কোনও বড়সড় দায়িত্বেও তাঁরা আর থাকবেন না ৷ এর বদলে তাঁরা ব্রিটেন ও রাজ পরিবারের থেকে অনেক দূরে কানাডায় নিজেদের ব্যক্তিগত জীবন কাটাতে পারবেন, ঠিক যেমনটা তাঁরা চেয়েছিলেন ৷ গতকালই বাকিংহাম প্যালেসের তরফে এই কথা জানিয়ে দেওয়া হয় ৷

প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী রাজপরিবারের কোনও গুরুগম্ভীর পদের দায়িত্বে থাকতে চাইছিলেন না ৷ বরং এই দম্পতি রাজপরিবারের থেকে দূরে গিয়ে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই নিজেদের ব্যক্তিগত জীবন কাটাতে চেয়েছিলেন ৷ এই নিয়ে বাকিংহাম প্যালেসের ভিতরে প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে কথাবার্তাও চলছিল ৷ শেষে সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল রাজবাড়ির তরফে এই ঘোষণা করা হল ৷

বাকিংহামের তরফে নিজেদের মতো করে জীবন কাটানোর অনুমতি তো মিলেছে ৷ তবে এর জন্য খোয়াতে হচ্ছে রাজ পরিবারের উপাধি ৷ এতে আপত্তি নেই দম্পতির ৷ এবার থেকে 'রয়্যাল হাইনেস' বলে আর সম্বোধন করা হবে না প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রীকে ৷ বাকিংহাম প্যালেসের তরফে প্রকাশ করা ওই বিবৃতিতে রানি দ্বিতীয় এলিজ়াবেথ বলেন, "দীর্ঘ কয়েকমাস ধরে কয়েক দফায় আলোচনার পর প্রিন্স হ্যারি ও তাঁর পরিবার সম্পর্কে সিদ্ধান্তে আসা সম্ভব হয়েছে ৷ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত আসায় আমি সন্তুষ্ট ৷ তাঁরা গত দু'বছরে যেসব সমস্যার মুখোমুখি হয়েছে তা আমি অনুধাবন করতে পেরেছি ৷ এই কারণেই আমি তাঁদের স্বাধীনভাবে নিজেদের জীবন কাটানোর ইচ্ছায় সম্মতি দিয়েছি ৷"

বাকিংহামের তরফে জারি করা অন্য এক বিবৃতিতে জানানো হয়েছে, সাসেক্সে প্রিন্স হ্যারি ও মেগানের নামের সঙ্গে রাজপরিবারের কোনও উপাধি ব্যবহার করা হবে না ৷ কারণ তাঁরা আর রাজপরিবারের কার্যকরী সদস্য নয় ৷ পাশাপাশি ফ্রগমোর কটেজ পুনর্নির্মাণের জন্য যে 31 লাখ ডলার ব্যবহার করা হয়েছিল সেই টাকাও ফেরত দিতে হবে দম্পতিকে ৷

Gulmarg (JandK), Jan 19 (ANI): India Army is preparing its team to participate in National Ski competition to be held in next month in Uttarakhand. The team is also being trained for taking part in Olympics to be held next year in China. Training is underway at Army's High Altitude Warfare School (HAWS) in Gulmarg.

Last Updated : Jan 19, 2020, 12:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details