পশ্চিমবঙ্গ

west bengal

রাজ পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করল মেগান-হ্যারি

By

Published : Feb 25, 2021, 11:22 AM IST

ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করতে চলেছেন প্রিন্স হ্যারি ও মেগান মর্কেল। সম্প্রতি এবার সেই বিষয়ে ওপরা উইনফ্রের শোতে বিস্তারিত জানান তাঁরা।

Megan
Megan-Harry

লস অ্যাঞ্জেলস, 25 ফেব্রুয়ারি: বাকিংহাম প্যালেসের সঙ্গে সম্পর্ক প্রায় শেষ। গত 20 ফেব্রুয়ারি ব্রিটেনের রাজ পরিবারের তরফে তা নিশ্চিত করা হয়। এবার সেই বিষয়ে ওপরা উইনফ্রের শোতে বিস্তারিত জানাতে চলেছেন প্রিন্স হ্যারি ও মেগান মর্কেল।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের খবরে জানা গিয়েছে, প্রিন্স হ্যারি ও মেগান মর্কেলের সঙ্গে রাজ পরিবারের মধ্যে প্রবল দ্বন্দ্বের কথা প্রকাশিত হয়।

বাকিংহাম প্যালেসের তরফে এক বিবৃতিতে জানানো হয়, বছরখানেক আগেই ব্রিটিশ রাজ পরিবার থেকে আলাদা হওয়ার কথা ঘোষণা করেছিলেন এই দম্পতি৷ তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

আরও পড়ুন: ‘রাজ-দায়’ থেকে মুক্ত হ্য়ারি-মেগান

রাজ পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে পরবর্তীকালে তাঁরা স্থায়ীভাবে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় চলে আসে।

ABOUT THE AUTHOR

...view details