পশ্চিমবঙ্গ

west bengal

Donald Trump : 2 বছরের জন্য সাসপেন্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট

By

Published : Jun 5, 2021, 8:00 AM IST

Updated : Jun 5, 2021, 9:32 AM IST

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ()

প্রেসিডেন্ট নির্বাচনের সময় ক্যাপিটল হিল (Capitol Hill) বিক্ষোভে উসকানির অভিযোগে মার্কিন টাইকুন ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট সাময়িক ব্লক করা হয়েছিল ৷ এবার তা দু'বছরের জন্য সাসপেন্ড করল ফেসবুক ৷

ওয়াশিংটন, 5 জুন : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ফেসবুক (Facebook), ইনস্টাগ্রামের (Instagram) অ্যাকাউন্ট সাসপেন্ড হল 2 বছরের জন্য ৷ শুক্রবার এই ঘোষণা করে মার্কিন সোশ্যাল মিডিয়া জানিয়েছে, এ বছরের 7 জানুয়ারি থেকে দু'বছর পর্যন্ত এই অবস্থা বহাল থাকবে অর্থাৎ 2023-র জানুয়ারিতে আবার তাঁর অ্যাকাউন্টগুলি ব্যবহার করার সুযোগ পাবেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ এ বছরের 7 জানুয়ারি ক্যাপিটল হিল কাণ্ডের পর সাময়িক ব্লক করা হয়েছিল তাঁর অ্যাকাউন্ট ৷ টুইটার, ইউটিউব-ও একই সিদ্ধান্ত নিয়েছে ৷

এর আগে অবশ্য "আমরা সব দিক খতিয়ে দেখব ৷ যদি দেখি যে এর সঙ্গে জড়িত জনসাধারণের নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে এর সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হবে ৷ আর আমরা বিষয়টি নজরে রাখব, বিপদের সম্ভাবনা আদৌ কমছে কি না", জানিয়েছে সোশ্যাল মিডিয়া মাধ্যম ৷

ট্রাম্পের প্রতিক্রিয়া

"ফেসবুক"-এর এই শাসন "অপমানজনক", সমগ্র আমেরিকার সাড়ে সাত কোটি মানুষের জন্য ৷ এছাড়া আরও অনেকের কাছে, যাঁরা 2020-এর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিয়েছিলেন ৷

এইভাবে সেনসর করে চুপ করিয়ে রাখা তাঁরা মেনে নেবেন না ৷ শেষমেশ আমরাই জিতব ৷ আমাদের দেশ এই দুর্ব্যবহার মেনে নেবে না ৷

Last Updated :Jun 5, 2021, 9:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details