ETV Bharat / international

তিনি এভারগ্রিন! 60 বছর বয়সে সেরা সুন্দরীর খেতাব জিতলেন সাংবাদিক - Journalist Won Miss Universe

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 5:23 PM IST

Etv Bharat
Etv Bharat

Miss Universe Buenos Aires: সৌন্দর্য প্রতিযোগিতায় শীর্ষে 60 বছরের 'তরুণী' ৷ পেশায় আইনজীবী এবং সাংবাদিকও ৷ আর্জেন্তিনায় আয়োজিত মিস ইউনিভার্স বুয়েনস আইরেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এই এই প্রতিযোগী ৷ 34 জনের মধ্যে জিতেছেন সেরার শিরোপা ৷

বুয়েনস আইরেস: ভারতীয় সিনে দুনিয়ার অন্যতম চর্চিত অভিনেত্রী রেখা ৷ তিনি 'এভারগ্রিন' অভিনেত্রী ৷ তবে আজ যার কথা বলা হচ্ছে তিনি কোনও অভিনেত্রী নন ৷ একজন সাংবাদিক এবং উকিল ৷ আলেজান্দ্রা রদ্রিগেজ (Alejandra Rodriguez)। তিনি আর্জেন্তিনার লা প্লাটা শহরের বাসিন্দা ৷ 60 বছর বয়সে জিতেছেন মিস ইউনিভার্স বুয়েনস আইরেস (Miss Universe Buenos Aires) নামে একটি প্রতিযোগিতা ৷

আর্জেন্তিনার রাজধানী শহর বুয়েনস আইরেস ৷ যেখানে আয়োজন করা হয়েছিল একটি সৌন্দর্য প্রতিযোগিতার ৷ সেই প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করেছিলেন আলেজান্দ্রা রদ্রিগেজ ৷ যিনি সাংবাদিকতা এবং ওকালতির মতো পেশার সঙ্গে যুক্ত থেকেও সৌন্দর্যে কোনও মরচে পড়তে দেননি ৷ 60 বছরেও ধরে রেখে ছেন তরুণীর মতো ত্বক ৷

তিনি কুড়িতে বুড়িয়ে যাননি। 60 বছরে তাঁর সৌন্দর্যের কাছে পা পিছলে যেতে পারেন সদ্য 20তে পা দেওয়া কোনও যুবকও ৷ আমেরিকার পিপল ম্যাগাজিনের প্রকাশিত হয়েছে এই রকম এক খবর ৷ বুয়েনস আইরেস প্রতিযোগিতায় অংশগ্রহনকারী এই 'প্রবীন' প্রতিযোগী শুধুমাত্র সৌন্দর্যের নিরিখেই নয়, তাঁর ব্যক্তিত্বেও জিতে নিয়েছেন সেরার শিরোপা ৷ এই প্রতিযোগিতায় 17 থেকে 73 বছর বয়সি 34 জন প্রতিযোগী অংশ গ্রহণ করেছিলেন ৷ তাঁদের মধ্যেই সেরা হয়েছেন আলেজান্দ্রা রদ্রিগেজ ৷

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেই রীতিমতো খুশি এই প্রবীণ প্রতিযোগী আলেজান্দ্রা রদ্রিগেজ ৷ তিনি বলেন, "শুধু শারীরিক বা বাহ্যিক সৌন্দর্য নয় ৷ মহিলাদের বুদ্ধিমত্তাও সৌন্দর্যের একটি মাপকাঠি ৷ আগমী 25 মে মিস ইউনিভার্স আর্জেন্টিনা প্রতিযোগিতাতেও তিনি উপস্থিত থাকবেন ৷ প্রতিযোগীদের উৎসাহিত করতে ৷ সৌন্দর্য প্রতিযোগিতায় 60 বছর বয়সি আলেজান্দ্রা রদ্রিগেজ প্রতিনিধিত্ব উদাহরণ দেয় সৌন্দর্য শুধু বয়সেই আটকে নেই ৷ বয়সটা শুধু মাত্র একটি সংখ্যা ৷

আরও পড়ুন:

  1. রাশিয়া থেকে ভারতে আসা জাহাজের উপর রকেট হামলা, অভিযোগ ইয়েমেনের হাউথিদের বিরুদ্ধে
  2. একাধিক পুরুষের সঙ্গে সহবাস! প্রেমিকাকে পিটিয়ে খুনে হাজতবাস ভারতীয়ের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.