ক্যালিফোর্নিয়া, 2 মে: গোল্ডি ব্রারের মৃত্যু হয়নি ৷ কানাডার গ্যাংস্টারের মৃত্যুর খবর খারিজ করে দিল মার্কিন পুলিশ ৷ সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী এই গোল্ডি ব্রার ৷ কানাডার এই গ্যাংস্টারকে ক্যালিফোর্নিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে ৷ এমন খবর কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল ৷ তবে আমেরিকার তরফে এই প্রতিবেদনগুলিকে অস্বীকার করা হয়েছে ৷ মার্কিন পুলিশ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় গুলি চললেও তাতে গোল্ডি ব্রারের মৃত্যু হয়নি ।
লেফটেন্যান্ট উইলিয়াম জে ডুলি নিউজ এজেন্সি আইএএনএস-কে একটি ইমেলে পাঠানো বিবৃতিতে বলেছেন, "অনলাইন প্রতিবেদনে যা দাবি করা হচ্ছে তা সত্য নয় ৷ সোশাল মিডিয়া এবং অনলাইন নিউজ এজেন্সিতে ভুল তথ্য ছড়িয়েছে ৷ এর ফলে আমরা আজ সকাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফোন পাচ্ছি ৷ তবে আমরা নিশ্চিত নই, কে এই গুজব ছড়িয়েছে ৷ কিন্তু এটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে । তা সত্ত্বেও তথ্যটি সত্য নয় । গুলিতে মৃত ব্যক্তি গোল্ডি নয় ।
মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো এলাকার ফেয়ারমন্ট এবং হল্ট অ্যাভিনিউতে দুই ব্যক্তিকে গুলি করা হয় । তাদের দুজন গুরুতর আহত হন ৷ একজনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । অপরজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয় ৷ মনে করা হচ্ছিল ওই ব্যক্তি গোল্ডি ব্রার ৷ তবে পুলিশ এখনও মৃত ও আহত দুই ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি ৷
সতবিন্দর সিং ওরফে গোল্ডি ব্রার 1994 সালে পঞ্জাবে জন্মগ্রহণ করে। খুড়তুতো ভাই গুরলেজ ব্রারের হত্যার পর অপরাধের জগতে প্রবেশ করে গোল্ডি। কানাডার এই গ্যাংস্টার নিষিদ্ধ খালিস্তানি গোষ্ঠী বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গেও যুক্ত। 2022 সালে গোল্ডি সিধু মুসেওয়ালা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত। গোল্ডি ব্রার এই হত্যার দায় স্বীকার করে এবং দাবি করে, পঞ্জাবে তার দলের একজন বিশিষ্ট ছাত্র নেতাকে হত্যা করা হয়েছিল ৷ তার প্রতিশোধ হিসাবে সিধু মুসেওয়ালা খুন করা হয়েছে । গোল্ডি ব্রার ভারতে একাধিক হত্যা, হত্যার চেষ্টা মামলা এবং তোলাবাজির মামলায় ওয়ান্টেড ।
আরও পড়ুন: