পশ্চিমবঙ্গ

west bengal

সেনা অভ্যুত্থান: মায়ানমারে ফের নিষেধাজ্ঞা জারির হুমকি বাইডেনের, বৈঠকে রাষ্ট্রসংঘ

By

Published : Feb 2, 2021, 10:08 AM IST

মায়ানমারে সেনা অভ্যুত্থান না সরলে ফের নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ব্যাপারে আন্তর্জাতিকমহলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মায়ানমারের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ।

Biden threatens US sanctions in response to Myanmar coup, UN Security Council to hold emergency meeting
সেনা অভ্যুত্থান: মায়ানমারে ফের নিষেধাজ্ঞা জারির হুমকি বাইডেনের

মায়ানমার, 2 ফেব্রুয়ারি: মায়ানমারে সেনা অভ্যুত্থানে ক্রুদ্ধ অ্যামেরিকা । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফের মায়ানমারের উপর নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিয়েছেন । সে দেশে গণতন্ত্র ফেরাতে আন্তর্জাতিকমহলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই ঘটনায় উদ্বিগ্ন রাষ্ট্রসংঘও।

মায়ানমারে জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে সেনা অভ্যুত্থানের ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। পাশাপাশি সে দেশের নির্বাচিত প্রশাসক তথা নোবেলজয়ী আন সান সু চি-কে আটক করে রাখাকে দেশের গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি চরম আঘাত বলে বর্ণনা করেছেন বাইডেন।

সোমবার বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, ''অবিলম্বে সরকারের ক্ষমতা ফিরিয়ে দিতে এবং আটক করা সমাজকর্মী ও আধিকারিকদের মুক্তি দিতে মায়ানমারের সেনাবাহিনীর উপর চাপ তৈরি করার জন্য আন্তর্জাতিক মহলকে একজোট হয়ে এক সুরে গলা চড়াতে হবে।'' বাইডেনের হুমকি, ''গণতন্ত্র ফিরে আসায় গত কয়েক বছরে মায়ানমার থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল অ্যামেরিকা। কিন্তু এই পরিস্থিতির পর আমাদের নিষেধাজ্ঞার নীতি নিয়ে অবিলম্বে আবার ভাবনাচিন্তা শুরু হবে।'' মায়ানমারের সেনাবাহিনীকে অবিলম্বে টেলিকমিউনিকেশনের উপর নিয়ন্ত্রণ তুলে নিতে ও সাধারণ মানুষের উপর হিংসার ঘটনা বন্ধ করতেও বলেছেন বাইডেন।

আরও পড়ুন:আটক সু চি, "জরুরি ভিত্তিতে" এক বছর সেনার দখলে মায়ানমার

এদিকে, মায়নমারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার এবিষয়ে জরুরি বৈঠকে বসছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ।

ABOUT THE AUTHOR

...view details