পশ্চিমবঙ্গ

west bengal

Tota Roy Chowdhury Exclusive: 'পরিচালককে মানুষ হিসেবে ভালো না লাগলে কাজ করি না', একান্ত সাক্ষাৎকারে টোটা

By

Published : Mar 29, 2023, 6:40 PM IST

Etv Bharat
সাংবাদিকের চরিত্রে টোটা রায়চৌধুরি

অভিনেতা থেকে এবার সাংবাদিক হয়ে গেলেন টোটা রায়চৌধুরি (Tota Roy Chowdhury) ৷ এক টেলিভিশন চ্যানেলের প্রধান সাংবাদিক মুখ হতে চলছেন টোটা ৷ না, তবে বাস্তবের পর্দায় নয়, অভিনয়ের পর্দায় ৷ গোয়েন্দা চরিত্রের পর এবার বৈদ্যুতিন মাধ্যমে প্রধান সাংবাদিকের চরিত্রে ফিরতে চলছেন টোটা রায়চৌধুরী।

কলকাতা, 29 মার্চ: অভিনেতা থেকে এবার সাংবাদিক হয়ে গেলেন টোটা রায়চৌধুরি (Tota Roy Chowdhury) ৷ এক টেলিভিশন চ্যানেলের প্রধান সাংবাদিক মুখ হতে চলছেন টোটা ৷ না, তবে বাস্তবের পর্দায় নয়, অভিনয়ের পর্দায় ৷ গোয়েন্দা চরিত্রের পর এবার বৈদ্যুতিন মাধ্যমে প্রধান সাংবাদিকের চরিত্রে ফিরতে চলছেন টোটা রায়চৌধুরী। অয়ন চক্রবর্তী পরিচালিত নতুন থ্রিলার ওয়েব সিরিজ 'নিখোঁজ'-এ সাংবাদিকের চরিত্রে দেখা যাবে টোটা ওরফে রমিত সেনকে ৷ সোশাল মাধ্যমে নতুন সিরিজের কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন টোটা ৷

কিছুদিন আগে 'শ্রীময়ী' ধারাবাহিকে রোহিত সেন নামে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা টোটা রায়চৌধুরী। আর এবার রমিত সেন নামে হইচইতে নতুন চরিত্রে দর্শকরা পাবেন টোটাকে। 2020-তে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'ফেলুদার গোয়েন্দাগিরি'তে নতুন ফেলুদাকে পেয়েছিল দর্শকমহল ৷ এর মাঝে তাঁকে আর অন্য কোনও চরিত্রে পায়নি দর্শক। কেন? ইটিভি ভারতকে টোটা সাফ জানান, "সবাই জানেন আমি খুব খুঁতখুঁতে মানুষ। স্ক্রিপ্ট ভালো না হলে, আমি কাজ করি না। এই এক বছরে আমি সাতটা স্ক্রিপ্ট নাকচ করে দিয়েছি। এটা আট নম্বর স্ক্রিপ্ট।" নতুন নতুন পরিচালকদের সঙ্গে কাজ করার মজা কোথায়?

টোটার উত্তর, "এ ব্যাপারেও আমি খুঁতখুঁতে। পরিচালকের স্ক্রিপ্ট পড়ে ভালো না-লাগলে আর পরিচালককে মানুষ হিসেবে কথা বলে ভালো না-লাগলে আমি তাঁর সঙ্গে কাজ করি না। পরিচালক অয়ন সেদিক থেকে খুব সোজাসাপ্টা। স্পষ্টবাদী। মুখের উপরে কথা বলে দিতে পারে। তাতে কাজ করাটাও অনেক সহজ হয়ে যায়। ওঁকে আমি অনেকদিন ধরে চিনি। কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে। এই ছবির সহশিল্পীরাও আমার চেনা। তাঁরাও খুব ভালো। সহশিল্পীরা ভালো না-হলেও কাজ ভালো হয় না ৷ অয়নের স্ক্রিপ্ট আমার খুব পছন্দ হয়েছে। গোগ্রাসে একবারেই পড়ে ফেললাম স্ক্রিপ্টটা।"

আরও পড়ুন:উৎপল ভিত্তি, অনুপম ভবিষ্যৎ! জন্মদিন মিলিয়ে দিল ভিলেন-গায়ককে

এই সিরিজে টোটা ছাড়াও রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), কণীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee), পরাণ বন্দ্যোপাধ্যায়, সোমাশ্রী ভট্টাচার্য-সহ আরও অনেকে। এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। তাঁর সহকারীর ভূমিকায় শাঁওলি চট্টোপাধ্যায়। টোটার স্ত্রীর চরিত্রে কণীনিকা বন্দ্যোপাধ্যায়। থ্রিলারে ভরপুর এই ওয়েব সিরিজের কাহিনি এগিয়েছে কিছুটা এইরকমভাবে ৷ সাংবাদিক রমিত সেনের অফিসেই শিক্ষানবিশ হিসেবে কাজ করেন পুলিশ অফিসার স্বস্তিকার মেয়ে দিতি। একদিন একটা পার্টিতে যায় দিতি। সেখান থেকে রমিতের, দিতিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা। কিন্তু হঠাতই নিখোঁজ হয়ে যায় দিতি। সন্দেহের তীর এসে পড়ে রমিতের দিকে। সে কি কোনওভাবে জড়িয়ে রয়েছে দিতির নিখোঁজের সঙ্গে? নাকি সে নিরপরাধ? উত্তর দেবে অয়ন চক্রবর্তীর 'নিখোঁজ'। গল্পে প্রাক্তন ফরেনসিক বিশেষজ্ঞের ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অন্ধকার জগতের হয়ে কাজ করেন। তাঁর নাম দ্য সুইপার। কিন্তু কেন? রহস্য এখানেও। ছয়টি পর্বে আসবে এই ওয়েব সিরিজ। সিরিজের শ্যুটিং শুরু হবে 13 এপ্রিল থেকে।

ABOUT THE AUTHOR

...view details