পশ্চিমবঙ্গ

west bengal

HBD Kabir Suman: জন্মদিনে ফিরে দেখা নাগরিক কবিয়ালের কলকাতা

By

Published : Mar 16, 2023, 10:50 AM IST

HBD Kabir Suman
কবীর সুমনের জন্মদিনে আসুন জেনে নিই তাঁর গানে কলকাতাকে কীভাবে তুলে ধরেছেন গায়ক ()

কবীর সুমনের জন্মদিনে আসুন জেনে নিই তাঁর গানে কলকাতাকে কীভাবে তুলে ধরেছেন গায়ক ৷ কারণ কবীরের কাছে এ তো শুধু শহর নয় বরং তাঁর গানের জন্মভূমি (Songs of Kabir Suman on Kolkata)৷

কলকাতা, 16 মার্চ:আজ কবীর সুমনের জন্মদিন । বাংলা আধুনিক গানের যাঁর পরিচয় দিতে শুধু নামটুকুই যথেষ্ট । কলকাতায় তাঁর বেড়ে ওঠা নয়। ছোটবেলা কেটেছে অন্য শহরে । অন্য রাজ্যে । কিন্তু তাঁর গানে তিলোত্তমা উঠে আসে এক অন্য স্বাদে । তিনি ঘুরেছেন দেশ বিদেশের নানা প্রান্তে ।নানা সুর, গানের কলি কখনও গুনগুনিয়ে উঠেছে তাঁর কানে. কখনও সরাসরি ছুঁয়ে গিয়েছে তাঁর লেখায় । বব ডিলানকে যেমন তিনি বাঙালির কাছে অন্য়ভাবে হাজির করেছেন, তেমনই তুলে ধরেছেন পিট সিগারকেও। কিন্তু এতকিছুর মধ্যেও তাঁর গান বারবার খুঁজে নিয়েছে কলকাতাকে । শহরের বুকে গানকে তিনি নিজস্ব ঠিকানা দিয়েছেন । কখনও তাঁর গান ব্যস্ত গড়িয়াহাটা মোড়ের কথা বলেছে, কখনও আবার তিনি শ্রোতাকে টেনে নিয়ে গিয়েছেন কলেজস্ট্রিটে । আজও বহু মানুষের কাছে তিনি এমন এক নাগরিক কবিয়াল যিনি শুধু গানের ধর্ম পালন করে চলেছেন । আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা কলকাতা শহরকে নিয়ে তৈরি কবীরের কিছু গান । যা আপনাকে নতুন করে শহরকে ভালোবাসতে শেখাবে । আসুন দেখে নিই কবিয়ালের কলকাতাকে(Songs of Kabir Suman on Kolkata) ৷

তিন শতকের শহর: কলকাতার বয়স তিনশো হওয়ার দিনে প্রবীন শহরকে গানে গানে স্মরণ করেছিলেন সুমন । উঠে এসেছিল কলকাতার প্রাচীন ব্রিটিশ বাবুদের কথা । আবার উঠে এসেছিল আজকের জনস্রোতও । 'মালিক সাহেব গিয়ে গোলাম সাহেব এলো,/ গেলাম গেলাম বলে শহর তিনশ বছর হল' এমন লাইনে তিনি তুলে ধরছিলেন শহরের যন্ত্রণা । আবার একই গানে তাঁর কলমে লিখেছে 'তিনশো বছর হাঁটলে তুমি/ আমার গানের জন্মভূমি/ গান ধরেছি তোমার নামে কলকাতা'।

প্রথম সবকিছু:সুমনের কলকাতা নিয়ে লেখা গানের কথা বলতে গেলে 'প্রথম সবকিছু' গানটিকে বাদ দেওয়া অসম্ভব ৷ কারণ এই গানে কলকাতার মধ্যে অন্য এক কলকাতাকে যেভাবে খুঁজে পাওয়া গিয়েছে তার নিদর্শন বাংলা সাহিত্যেও বড় বেশি নেই ৷ শহর যেমন সুমনের প্রথম নেশার কথা জানে তেমনই জানে প্রথম বিরহ, প্রথম প্রেম, প্রথম আনন্দ সমস্তটাই ৷ এই শহরই তাঁকে দেখিয়েছে মিছিল । শুনিয়েছে মানুষের কলতান ৷

তোমাকে দেখেছি: কলকাতায় প্রেমকে ঠিকানা করে দেয় কবীর সুমনের 'তোমাকে দেখেছি ল্যাম্পপোস্টের নীচে/ তোমাকে দেখেছি কালীঘাট ব্রীজে একা' গানটি। শহুরে প্রেমের সঙ্গে ঠিক কীভাবে জড়িয়ে যায় শহরের বিভিন্ন অলিগলি, বিভিন্ন রাস্তা, পুরোনো বইয়ের দোকান, ট্রাম লাইন তুলে ধরে এই অনবদ্য গান । এই গান যেন বলে দেয় ঠিকানা না জানলে প্রিয়তমাকে অভিবাদন জানানোই যায় না ।

তোমাকে চাই:সুমনের গানের কথা আসবে আর আসবে না 'তোমাকে চাই' তাও কি হয় ৷ এই গানেও তিলোত্তমার কথা উঠে এসেছে দ্বিতীয় স্তবকেই ৷ আসলেই কলকাতার সঙ্গে জড়িয়ে গিয়েছেন সুমন আর তাঁর সঙ্গে অঙ্গাঙ্গি হয়ে গিয়েছে তিলোত্তমা ৷ এই শহরের সবকিছু হয়তো ভালো নয় ৷ সুমনও জানেন তা কিন্তু ছেড়ে যেতে পারেন না তিনি তাঁর প্রিয় শহরকে ৷

সহসা এলে কি:সুমন এবং কলকাতার কথা বলতে গেলে আরেকটি গানের উল্লেখ না করলেই নয় । তা হল 'সহসা এলে কি এ ভাঙা জীবনে' ৷ 'জাতিস্মর' ছবিতে ব্যবহৃত এবং সুমনের লেখা এই গানেও উঠে এসেছে শহরের কথা ৷ শহরের অন্তরঙ্গতা একটু অন্যভাবে প্রতিফলিত করে এই গান ৷

আরও পড়ুন:'নাতু নাতু' নিয়ে কি গর্ব করা উচিত ? প্রশ্ন তুলে নেটিজেনদের ক্ষোভের মুখে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী

ABOUT THE AUTHOR

...view details