ETV Bharat / entertainment

Oscar 2023: 'নাতু নাতু' নিয়ে কি গর্ব করা উচিত ? প্রশ্ন তুলে নেটিজেনদের ক্ষোভের মুখে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী

author img

By

Published : Mar 15, 2023, 10:45 PM IST

Etv Bharat
নাতু নাতুর অস্কার জয় নিয়ে প্রশ্ন তুলে বিপাকে অভিনেত্রী

'নাতু নাতু' গানের অস্কার পাওয়ায় গর্ব করা উচিত কি না, প্রশ্ন তুললেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় (Ananya chatterjee) ৷ তাঁর এই মন্তব্যে রাগে ফুঁসছেন নেটিজেনরা ৷

হায়দরাবাদ, 14 মার্চ: অস্কারের (Oscar 2023) মঞ্চে 'আরআরআর' ছবির 'নাতু নাতু' (Naatu Naatu) বিশ্বকে চিনিয়েছে ভারতীয় মিউজিকের ম্যাজিক ৷ প্রথম তেলুগু গান হিসাবে এই পুরস্কার সত্যিই আনন্দ এনে দেয় ৷ কিন্তু সত্যিই কী এতটা আনন্দ করা উচিত, প্রশ্ন তুলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বাংলার অনন্য়া চট্টোপাধ্যায় ৷ 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (95th Academy Award) 'নাতু নাতু' কে সেরা মৌলিক গান হিসাবে সম্মান দেওয়া নিয়ে অভিনেত্রী অনন্যা প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ৷ হলেন ট্রলডও ৷ (Actor Ananya trolled for criticizing Naatu Naatu) ৷

মঙ্গলবার ফেসবুক (Facebook Page of Ananya) পেজে অভিনেত্রী একটি পোস্ট করেছেন ৷ যে পোস্টে তিনি প্রশ্ন করেছেন সত্যিই তাঁর 'নাতু নাতু' নিয়ে গর্ব করা উচিত কি না ? তিনি লিখেছেন, ''আমি বুঝতে পারছি না, আমার গর্ব করা উচিত কি না ? আমরা কোথায় যাচ্ছি ? সবাই চুপ কেন ? আমাদের কি ভাঁড়ার খালি ? রাগ হচ্ছে ৷''

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অভিনেত্রীর এই পোস্টের পরেই শুরু হয় বিতর্ক ৷ কমেন্ট বক্সে অনেকেই তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ৷ এই ধরনের মানসিকতাই যে বাংলার সংস্কৃতিকে ডুবিয়েছে, এমন মন্তব্যও করেছেন ৷ আবার একজন লিখেছেন, ''সমালোচনা করা বন্ধ করুন এবং ভালো ছবি করুন ৷ বাংলা ইন্ডাষ্ট্রির প্রায় 65 শতাংশ অভিনেতা-অভিনেত্রী রাজনীতিতে যোগ দিয়েছেন ৷ যার মধ্যে 25 শতাংশ আবার দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ তাই সমালোচনা করার আগে চটি-চাটা বাঙালিদের নিয়ে কথা বলুন ৷''

আরও পড়ুন: 'কিরাবানী-চন্দ্রবোসের হাতে অস্কার জীবনের সেরা মুহূর্ত', দেশে ফিরে জানালেন জুনিয়র এনটিআর

প্রসঙ্গত, লেডি গাগা (Lady Gaga) বা রিহানার মত পপ তারকাদের পিছনে ফেলে অস্কার জিতে নিয়েছে তেলুগু গান 'নাতু নাতু' ৷ পরিচালক এসএস রাজামৌলির এই ছবির গান তথা সম্মান ভারতীয় সিনেমাকে বিশ্ব দরবারে আরও উঁচু জায়গায় নিয়ে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.