পশ্চিমবঙ্গ

west bengal

জন্মশতবর্ষে স্মরণ 'এভারগ্রিন' দেব আনন্দকে, কিফে জায়গা পেল অভিনেতার সেরা 7 ছবি

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 4:09 PM IST

29th KIFF 2023: 5 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ সিনেমার উৎসবে উদযাপিত হবে এভারগ্রিন অভিনেতা দেব আনন্দের জন্মশতবর্ষ ৷

Etv Bharat
জন্মশতবর্ষে স্মরণ 'এভারগ্রিন' দেব আনন্দকে

কলকাতা, 1 ডিসেম্বর: চলতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জন্মশতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা জানানো হবে এভারগ্রিন অভিনেতা দেব আনন্দকে। পাশাপাশি গগনেন্দ্র প্রদর্শশালাতে 'এভারগ্রিন দেব আনন্দ' শীর্ষক প্রদর্শনীতে প্রদর্শিত হবে কিংবদন্তি অভিনেতার বিভিন্ন সিনেমার নানা মুহূর্তের ছবি।

29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে দেব আনন্দ অভিনীত 'সাজা', 'জনি মেরা নাম', 'গাইড', 'জুয়েল থিফ', 'জিৎ , 'সিআইডি', 'বাজি'। 'জুয়েল থিফ' দেখানো হবে ৭ ডিসেম্বর রাধা স্টুডিওতে সন্ধে সাড়ে 6টায়। বিজয় আনন্দ পরিচালিত এই ছবিটি মুক্তি পায় 1967 সালে। থ্রিলার ধর্মী এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন দেব আনন্দ, বৈজয়ন্তীমালা এবং অশোক কুমার। 'বাজি' দেখানো হবে 8 ডিসেম্বর নন্দন 2-এ বিকেল 4টেয়। 1951 সালে মুক্তিপ্রাপ্ত এই হিন্দি ছবিটির পরিচালনা করেন গুরু দত্ত। কাহিনী এবং চিত্রনাট্য লিখেছিলেন বলরাজ সাহানি।

অন্যদিকে, 'সিআইডি' দেখানো হবে 8 ডিসেম্বর রবীন্দ্র ওকাকুরা ভবনে সন্ধে সাড়ে 6টায়। 1956 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটির পরিচালক রাজ খোসলা এবং প্রযোজনা করেন গুরু দত্ত। অভিনয় করেন দেব আনন্দ, শাকিলা, জনি ওয়াকার, কে এন সিং এবং ওয়াহিদা রহমান । ছবিতে দেব আনন্দ একটি খুনের মামলার তদন্তকারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন। ছবির পাশাপাশি ব্যাপক জনপ্রিয়তা পায় 'সিআইডি'র প্রতিটি গান ৷ ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

'গাইড' দেখানো হবে 9 ডিসেম্বর সন্ধে সাড়ে 6 টায়, রাধা স্টুডিওতে। এই ছবির পরিচালক বিজয় আনন্দ। 1965 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিতে রয়েছে প্রেমের রসায়ণ। দেব আনন্দ এবং ওয়াহিদা রেহমান ছিলেন মুখ্য ভূমিকায়। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেন দেব আনন্দের ভাই বিজয় আনন্দ। আরকে নারায়ণ-এর উপন্যাস 'দ্য গাইড' অবলম্বনে তৈরি হয় এই ছবি। মোহন সিনহা পরিচালিত 'জিৎ' দেখানো হবে 9 ডিসেম্বর রবীন্দ্র ওকাকুরা ভবনে, সন্ধে সাড়ে 6টায়। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে এগিয়েছে কাহিনী ৷ বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে দেব আনন্দ, মদন পুরী, সুরাইয়া চৌধুরী। 1949 সালে মুক্তি পায় এই ছবি ৷

'সাজা' দেখানো হবে 10 ডিসেম্বর সকাল 10টায় কোয়েস্ট মলের আইনক্সে। ছবির পরিচালক ফালি মিস্ত্রী। অভিনয়ে দেব আনন্দ, নিম্মি, শ্যামা প্রমুখ। 'জনি মেরা নাম' দেখানো হবে একই দিনে নজরুল তীর্থ 2-এ বিকেল 5টায়। বিজয় আনন্দ পরিচালিত 'জনি মেরা নাম' ছবিতে দেব আনন্দের বিপরীতে অভিনয় করেন হেমা মালিনী। দুই ভাইয়ের ছোটবেলায় হারিয়ে যাওয়া গল্প নিয়ে তৈরি 'জনি মেরা নাম' ৷

প্রসঙ্গত, বলিউডের চিরসবুজ অভিনেতা হিসেবে পরিচিত দেব আনন্দ । ফলে অভিনেতার জন্মশতবর্ষ উপলক্ষ্যে গগনেন্দ্র প্রদর্শনশালায় প্রদর্শিত হবে- 'এভারগ্রিন দেব আনন্দ'। দেব আনন্দ ছাড়াও জন্মশতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন, চার্লটন হেস্টন, রিচার্ড অ্যাটেনবোরো, লিন্ডসে অ্যান্ডারসন, মুকেশ এবং শৈলেন্দ্রকে।

আরও পড়ুন:

1. 'রণবীরের কেরিয়ারের সেরা ছবি;' নেটপাড়ায় 'অ্যানিম্যাল' ম্যাজিক

2.শিবপ্রসাদ-নন্দিতার হাত ধরে ফের বাংলা সিনেমায় 'শুভ মহরৎ' রাখী গুলজারের!

3.হাতে হাত রেখে 'ইন্টিমেট ডিনার' শেষে ক্যামেরাবন্দি বিজয়-তমান্না

ABOUT THE AUTHOR

...view details