পশ্চিমবঙ্গ

west bengal

'বয়কট মলদ্বীপ', এবার প্রযোজকদের শ্যুটিং বুকিং বাতিল করার আবেদন সিনে এমপ্লয়িজদের

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 6:14 PM IST

Boycott Maldives Shoot: ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ চলচ্চিত্র নির্মাতাদের মলদ্বীপে শ্যুটিং বুকিং বাতিল করার জন্য আবেদন করেছে। ভারতের লাক্ষাদ্বীপের মতো জায়গায় শ্যুটিং করতে এবং ভারতের পর্যটনের বিকাশে অবদান রাখতে বলা হয়েছে।

Etv Bharat
মলদ্বীপে শুটিং বয়কট ফেডারেশনের

হায়দরাবাদ, 11 জানুয়ারি: বলিউড তারকাদের পর এবার মলদ্বীপ বয়কটের ডাক ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ সংস্থার ৷ বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে মলদ্বীপে শুধু বেড়াত যাওয়া নয়, সমস্ত রকম শুটিং বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে প্রযোজকদের ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির প্রতি মলদ্বীপের তিন মন্ত্রীর অপমানজনক মন্তব্য মেনে নেওয়া যায় না ৷ বিনোদন ও সংবাদ দুনিয়ার ফেডারেল বডির কর্মীরা, টেকনিশিয়ান ও আর্টিস্ট-সহ সবচেয়ে পুরনো ও বড় সংস্থার তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি মলদ্বীপের তিন মন্ত্রীর বিরূপ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে ৷"

তিনি আরও বলেন, "দেশের প্রতি ভালোবাসা ও এখানকার সংস্কৃতিকে মাথায় রেখে ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ সংস্থার সদস্যরা মিলিতভাবে ঠিক করেছে মলদ্বীপে সমস্ত রকম শুটিং বন্ধ করা হবে ৷ প্রযোজকদের কাছে অনুরোধ যদি মলদ্বীপে শুটিং লোকেশন ঠিক করা হয়ে থাকে তাহলে তা বাতিল করা হোক ৷ তার বদলে ভারতের কোনও লোকেশনে শুটিং করা হোক ৷ এখানকার পর্যটন শিল্পকে আরও উন্নত করা হোক ৷ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশের পাশে রয়েছি ৷"

এই সংস্থার চিফ অ্যাডভাইসর হলেন অশোক পণ্ডিত ৷ প্রেসিডেন্ট বিএন তিওয়ারি, জেনারেল সেক্রেটারির পদে রয়েছেন অশোক দুবে ও কোষাধ্যক্ষের পদে রয়েছেন গণেশ্বর শ্রীবাস্তব ৷ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপ সফরে পর্যটনের প্রচার করেছেন। এরপর মলদ্বীপের মন্ত্রীরা অপমানজনক মন্তব্য করেন। এরপরেই বিটাউনের তারকারা দেশের সম্মান রক্ষার্থে প্রতিবাদে সরব হন ৷ সলমন খান থেকে শুরু করে অক্ষয় কুমার, শ্রদ্ধা কপুর সকলেই মলদ্বীপ ভ্রমণ বাতিল করে লাক্ষাদ্বীপ ভ্রমণের কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন।

অন্যদিকে, বর্তমানে চলতে থাকা মলদ্বীপ-ভারতের বিবাদের জেরে বিপাকে পড়েছে সে দেশের পর্যটন শিল্প ৷ যা নিয়ে সরব হয়েছে মলদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রি ৷ ভারতের সঙ্গে এই বিবাদে আসলে যে মলদ্বীপ দেশেরই ক্ষতি হচ্ছে, তা একবাক্যে স্বীকার করে নেওয়া হয়েছে প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে ৷

আরও পড়ুন:

1. ভারতীয় পর্যটক না-এলে ধুঁকবে ব্যবসা, মেনে নিল মলদ্বীপ পর্যটন-মহল

2.মলদ্বীপকে 'প্রত্যাঘাত', বীরুর সঙ্গে একজোটে দেশের পর্যটনের প্রচার বিগ বি'র

3.'ঘুরে দেখো নিজের দেশ', মোদির পর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নেট পাড়ায় সরব তারকারা

ABOUT THE AUTHOR

...view details