ETV Bharat / entertainment

মলদ্বীপকে 'প্রত্যাঘাত', বীরুর সঙ্গে একজোটে দেশের পর্যটনের প্রচার বিগ বি'র

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 3:23 PM IST

Our Own are Very Best Says Amitabh Bachchan: মলদ্বীপ ইস্যুতে এবার অন্যান্য তারকাদের মতো, ভারতীয় পর্যটনের প্রচারে সামিল হলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ৷ বীরেন্দ্র সেওয়াগের ভারতের বিভিন্ন দ্বীপের ছবির পোস্ট, শেয়ার করেছেন তিনি ৷

ETV BHARAT Files
ETV BHARAT Files

হায়দরাবাদ, 8 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ ভ্রমণের ছবিতে অবমাননাকর মন্তব্য করেছিলেন মলদ্বীপের একাধিক মন্ত্রী এবং সরকারি আধিকারিকরা ৷ যার বিরুদ্ধে কূটনৈতিকভাবে ব্যবস্থা নিয়েছে বিদেশমন্ত্রক ৷ পাশাপাশি সোশালে শুরু হয়েছে 'বয়কট মলদ্বীপ' প্রচার ৷ যার একটা বড় অংশ হয়ে উঠেছেন রুপোলি পর্দার তারকারা ৷ বিশেষত, বলিউড ৷ এবার সেই সূত্রে, কেন্দ্রশাসিত উপকূলবর্তী অঞ্চলগুলিতে পর্যটনের প্রচারে সামিল হলেন অমিতাভ বচ্চন ৷ সোমবার দেশের পর্যটনের প্রচারে বীরেন্দ্র সেহওয়াগের করা একটি পোস্ট শেয়ার করেছেন 'বিগ বি' ৷

সেখানে সেহওয়াগের পোস্টের প্রেক্ষিতে অমিতাভ লিখেছেন, "বীরু ভাই... এটা খুবই প্রাসঙ্গিক এবং আমাদের দেশের আবেগের জন্য একেবারে সঠিক ৷ আমাদেরগুলো সবচেয়ে সেরা ৷ আমি নিজে লাক্ষাদ্বীপ এবং আন্দামানে গিয়েছি এবং এই জায়গাগুলি খুবই অসাধারণ ও সুন্দর ৷ দুর্দান্ত সৈকত এবং জলের তলার অভিজ্ঞতা অসাধারণ ৷" পোস্টের শেষে হিন্দিতে বিগ বি লেখেন, "আমরা ভারতীয়, আমরা আত্মনির্ভর, আমাদের আত্মনির্ভরতায় আঘাত হানবেন না ৷ জয় হিন্দ ৷"

উল্লেখ্য সেহওয়াগ তাঁর এক্স হ্যান্ডেলে চারটি ছবি পোস্ট করেন ৷ সঙ্গে সেই জায়গাগুলির নাম ও তাঁর বিশেষত্ব তুলে ধরেছিলেন ৷ প্রাক্তন ভারতীয় ওপেনার সেখানে লেখেন, "উদুপির সৈকত, পুদুচেরির প্যারাডাইস বিচ, আন্দামানের নীল দ্বীপ ও হ্যাভলক এবং আরও অনেক সুন্দর সৈকত রয়েছে আমাদের দেশে ৷ ভারতে এমন অনেক অজানা জায়গা রয়েছে ৷ সামান্য পরিকাঠামোগত সুযোগ-সুবিধা গড়ে তুললে, যে জায়গাগুলিতে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা তৈরি হবে ৷"

শুধু তাই নয়, ভারত দেশ হিসেবে যে কোনও জটিল পরিস্থিতিকে, কীভাবে একটি নতুন সম্ভাবনা ও সুযোগে পরিণত করে, তাও উল্লেখ করেন বীরু ৷ তিনি লেখেন, "ভারতের পরিচয় বিপদকে নতুন সম্ভাবনায় রুপান্তর করা ৷ আর তাই মলদ্বীপের মন্ত্রীদের তরফে আমাদের প্রধানমন্ত্রীর অপমান, ভারতের জন্য এক নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে ৷ শুধুমাত্র কিছু প্রয়োজনীয় সুযোগ-সুবিধার মাধ্যমে সেই জায়গাগুলিকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলতে হবে ৷ এটা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করবে ৷ দয়া করে আমাদের দেশের অজানা জায়গাগুলির নাম উল্লেখ করুন ৷"

সেহওয়াগের এই পোস্টের সমর্থনেই অমিতাভ বচ্চন এদিন লাক্ষাদ্বীপ ও আন্দামানের সৌন্দর্যের ব্যাখ্যা করেন ৷ উল্লেখ্য, লাক্ষাদ্বীপের সৈকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিকে ঘিরে মলদ্বীপের মন্ত্রী এবং আধিকারিকদের মন্তব্যের রেষ দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপকভাবে পড়েছে ৷ মালে সরকারের তরফে ইতিমধ্যে তিন মন্ত্রীকে সাসপেন্ড করা হয়েছে ৷ কিন্তু, মলদ্বীপের মন্ত্রীদের তরফে নরেন্দ্র মোদিকে নিশানা এবং তার 48 ঘণ্টার মধ্যে মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজুর সস্ত্রীক চিন সফরে যাওয়া, এর পিছনে দ্বীপরাষ্ট্রের অন্যরকম বিদেশনীতির সমীকরণ দেখছে কূটনৈতিকমহল ৷

আরও পড়ুন:

  1. বিদেশমন্ত্রকের তলবে সাউথ ব্লকে মলদ্বীপের রাষ্ট্রদূত
  2. মলদ্বীপ বিতর্কের মাঝে ভারতীয় দ্বীপগুলি নিয়ে ব্যাট ধরলেন সচিন
  3. মোদির অপমান বরদাস্ত নয়! মলদ্বীপ যাওয়ার বিমানের সমস্ত টিকিট বাতিল করল জনপ্রিয় ভ্রমণ সংস্থা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.