পশ্চিমবঙ্গ

west bengal

SMC Election 2022 : মেলেনি টিকিট, শিলিগুড়ি পৌরভোটে নির্দল প্রার্থী তৃণমূলের 5 বিক্ষুব্ধ

By

Published : Jan 3, 2022, 10:52 PM IST

SMC Election 2022

পাননি পৌরভোটের টিকিট, নির্দল হিসেবে মনোনয়ন জমা তৃণমূলের 5 বিক্ষুব্ধের (Five TMC leaders in siliguri submit nomination as independent candidate)

শিলিগুড়ি, 3 জানুয়ারি: শিলিগুড়ির পৌরনির্বাচনে শাসকদলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন বেশ কয়েকজন বিক্ষুব্ধ তৃণমূল নেতা । শিলিগুড়ির মোট পাঁচটি ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতারা (Five TMC leaders in siliguri submit nomination as independent candidate) । ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে ঘাসফুল শিবির ।

সোমবার ছিল শিলিগুড়ির পৌরনির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন । আর এদিন একদিকে যেখন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছিলেন, তারই মাঝে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিক্ষুব্ধরা । এই তালিকায় রয়েছেন, 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা মাসুম কাপুর, 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিখিল সাহানি, 24 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ সরকার, 39 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী রিনা দাস ও 46 নম্বর ওয়ার্ডের জেলা তৃণমূল নেত্রী মল্লিকা দেবনাথ ৷ এদিন মনোনয়ন জমা দিয়ে কোনও বিক্ষুব্ধ প্রার্থীর মুখে ছিল দলের বিরুদ্ধে ক্ষোভ, কেউ বা ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন ৷ কেউ টাকার বিনিময়ে প্রার্থী করার অভিযোগ এনেছেন দলের বিরুদ্ধে ৷ কেউ আবার বলেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ সৈনিক, কিন্তু টিকিট না পেয়ে এলাকাবাসীর অনুরোধে নির্দল হিসেবে দাঁড়িয়েছেন ৷

মেলেনি টিকিট, শিলিগুড়ি পৌরভোটে নির্দল প্রার্থী তৃণমূলের 5 বিক্ষুব্ধ

আরও পড়ুন : অশোক-শংকরকে টেক্কা দিতে তৃণমূলের মুখ গৌতম দেব, ঘাসফুলের টিকিটে দলবদলুরাও

শিলিগুড়ির তৃণমূল নেতা তথা এবারের পৌর নির্বাচনের প্রার্থী গৌতম দেব এবিষয়ে বলেন, "বিক্ষুব্ধরা প্রত্যেকে আমাদের সহকর্মী । বন্ধুর মতো ৷ আমি তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলব, যাতে তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন । দলের ক্ষতি হোক আশা করি কেউ চায় না । আমি তাঁদের বোঝানোর চেষ্টা করব । " জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, "যাঁরা দলের বিরুদ্ধে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলব । টাকা দিয়ে আমাদের দলে টিকিট দেওয়া হয় না ।"

ABOUT THE AUTHOR

...view details