পশ্চিমবঙ্গ

west bengal

Malda School Bus Accident Row: দুর্ঘটনার জেরে মালদায় বন্ধ হল রেলের স্কুল বাস পরিষেবা, ক্ষুব্ধ অভিভাবক মহল

By

Published : Jul 7, 2022, 9:49 PM IST

দুর্ঘটনার (Malda School Bus Accident) জেরে স্কুলবাস পরিষেবা বন্ধ করে দিল রেল । এর ফলে ক্ষুব্ধ অভিভাবক মহল । আন্দোলনের হুমকি দিয়েছেন কাউন্সিলর ।

Railway school bus service stopped due to Accident in Malda
Malda School Bus Accident

মালদা, 7 জুলাই: গত শনিবার দুর্ঘটনার(Malda School Bus Accident)মুখে পড়েছিল মালদা কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়া বোঝাই বাস । ওই বাসে থাকা 71 জন পড়ুয়ার মধ্যে 37 জন কমবেশি আহত হয়েছিল । আহত এক পড়ুয়া এখনও কলকাতার বিআর সিং রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন ।

দুর্ঘটনাগ্রস্ত বাসটি ছিল রেলের । সেই ঘটনার প্রেক্ষিতে রেলকর্মীদের ছেলেমেয়ে নিয়ে স্কুলে যাওয়া বাস পরিষেবাই বন্ধ করে দিল রেল কর্তৃপক্ষ । এই নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা বাসের দাবিতে বৃহস্পতিবার ডিআরএম অফিসে আর্জি জানালেও কোনও লাভ হয়নি । এদিকে পড়ুয়াদের দ্রুত স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা না করা হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন ইংরেজবাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলর ।

পড়ুয়াদের জন্য বাসের দাবিতে এদিন ডিআরএম অফিসে গিয়েছিলেন অভিভাবক যুথি মহন্ত । তিনি বলেন, "কেন্দ্রীয় বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পৌঁছে দিতে রেলের দুটি বাস চলত । একটি বাসে শুধু মেয়েরা স্কুল যেত । শনিবার দুর্ঘটনার পর দুটি বাসই বন্ধ করে দেওয়া হয়েছে । রেলকর্মীদের ছেলেমেয়েদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাস চালুর দাবিতে আজ আমরা এখানে এসেছিলাম । প্রয়োজনে নতুন বাস চালু করারও আবেদন জানিয়েছিলাম । কিন্তু রেলকর্তারা আমাদের কোনও কথাই শুনতে রাজি নন । তাঁরা বলছেন, প্রয়োজনে আমরা যেন বাচ্চাদের স্থানীয় বেসরকারি স্কুলে ভর্তি করি । কিন্তু এত টাকা খরচ করে ছেলেমেয়েদের পড়াশোনা করানোর সামর্থ্য সবার নেই । আমরা দ্রুত রেল বাসের দাবি জানাচ্ছি ।" একই বক্তব্য আরেক অভিভাবক পুনম দেবীরও । তিনি বলেন, "এখন স্কুলে পরীক্ষা চলছে । বাস না থাকায় বাচ্চারা স্কুলে যেতে পারছে না । বাস চালু না হলে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে । কিন্তু রেলকর্তারা আমাদের কোনও কথাই শুনছেন না ।"

বৃহস্পতিবার অভিভাবকদের সঙ্গে ডিআরএম অফিসে গিয়েছিলেন ইংরেজবাজার পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাসও । তিনি বলেন, "কেন্দ্রীয় বিদ্যালয়ে রেলকর্মীদের 160 জন ছেলেমেয়ে পড়াশোনা করে । বাস বন্ধ হয়ে যাওয়ায় তারা বাড়িতে বসে রয়েছে । আজ আমরা রেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি, আগামী বুধবারের মধ্যে এই বাচ্চাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা না করা হলে আমরা আন্দোলনে নামব । আমি আশাবাদী, রেলের কর্তারা বিষয়টি বুঝে সমস্যা সমাধানের ব্যবস্থা করবেন ।"

দুর্ঘটনার জেরে স্কুলবাস পরিষেবা বন্ধ করে দিল রেল

আরও পড়ুন:71 জন ছাত্রছাত্রী নিয়ে উলটে গেল স্কুলবাস, আহত 15 পড়ুয়া

যদিও পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার যতীন্দ্র কুমার সাফ জানিয়ে দিয়েছেন, রেলের স্কুল বাস আর চালু হবে না (Railway school bus service stopped due to Accident in Malda)। তিনি বলেন, "আগে এই সুবিধে চালু ছিল । কিন্তু রেলে এই ব্যবস্থার বিধান নেই । পড়ুয়াদের জন্য বাসের ব্যবস্থা করার দায়িত্বও আমাদের নয় । সাধারণত স্কুল কর্তৃপক্ষ কিংবা বেসরকারি উদ্যোগেই স্কুলবাস চলে । তাছাড়া বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া-আসার দায়িত্ব তো অভিভাবকদেরই । এতে প্রশাসন কী করবে !"

ABOUT THE AUTHOR

...view details