পশ্চিমবঙ্গ

west bengal

Protest Against ICDS Workers in Malda: পোকা ধরা চালের খিচুড়ি বিলি, অঙ্গনওয়াড়ি কর্মীর বদলির দাবিতে বিক্ষোভ মালদায়

By

Published : Jul 8, 2022, 8:19 PM IST

পোকা ধরা চালের খিচুড়ি দেওয়ার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৷ প্রতিবাদে স্কুলে তালাবন্ধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা (Protest Against ICDS Workers for Serving Unhealthy Food in Malda) ৷ অঙ্গনওয়াড়ি কর্মী এবং তাঁর সহকারির বদলির দাবি জানিয়েছেন সকলে ৷

Protest Against ICDS Workers for Serving Unhealthy Food in Malda
Protest Against ICDS Workers for Serving Unhealthy Food in Malda

মালদা, 8 জুলাই: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পঠনপাঠনের ব্যবস্থা নেই বলে অভিযোগ উঠল ৷ বদলে পোকা ধরা চালের খিচুড়ি বিলি করা হচ্ছে সেখান থেকে ৷ সপ্তাহে চারদিন খাবার বিলি হলেও, শুধুমাত্র হাতেগোনা কয়েকজনকেই খাবার দেওয়া হয় ৷ এমনই একগুচ্ছ অভিযোগে কর্মী ও সহকারি বদলের দাবিতে ইংরেজবাজারের মানিকপুরের বাবুপাড়া অঙ্গনওয়াড়ির কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা (Protest Against ICDS Workers for Serving Unhealthy Food in Malda) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিকপুরের বাবুপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী তসলিমা খাতুন এবং সহকারি রাখি সিংহ ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র নামেই চলছে ৷ সেখানে শিশুদের পঠনপাঠনের কোনও ব্যবস্থা নেই ৷ এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নোংরা হয়ে রয়েছে বলেও অভিযোগ উঠেছে ৷ তার মধ্যেই পোকা ধরা চাল দিয়ে খিচুড়ি রান্না করা হয় বলেও অভিযোগ স্থানীয়দের ৷ অঙ্গনওয়াড়ি কর্মী তসলিমা খাতুনও সপ্তাহে মাত্র একদিন আসেন বলে অভিযোগ ৷ আর সহকারি রাখি সিংহ সপ্তাহে চারদিন রান্না করেন এবং খাবার দেন পড়ুয়াদের ৷ তাও ঘণ্টাখানেকের মধ্যে স্কুলে না গেলে সহায়িকা খাবার দেওয়া বন্ধ করে বাড়ি চলে যান বলে অভিযোগ ৷ এমনকি তসলিমা খাতুন আজও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাননি বলে অভিযোগ ৷

এ দিন সকালে কেন্দ্রে খাবার নিতে গিয়ে খিচুড়িতে পোকা দেখে প্রতিবাদ করে বাচ্চারা । অভিযোগ এর পরেই স্কুল থেকে চলে যান সহায়িকা ৷ খবর পেয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ পরে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারির বদলির দাবিতে কেন্দ্রে তালা মেরে দেন তাঁরা ৷ স্থানীয়দের আরও অভিযোগ, এর আগেও এই কেন্দ্রে খাবার দেওয়া নিয়ে ঝামেলা হয়েছিল ৷ সেই সময় আধিকারিকরা এসে অঙ্গনওয়াড়ি কর্মীকে সতর্ক করেছিলেন ৷ কিন্তু, তাতেও কাজ হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ৷

আরও পড়ুন:Poor Quality Food at Anganwadi : পাণ্ডুয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার, বিক্ষোভ এলাকাবাসীর

এক অভিভাবক মধুমিতা সাহা সিংহ বলেন, “সহকারি সকালে রান্না করে ওভাবেই ছেড়ে চলে যাচ্ছেন ৷ কেন্দ্র থেকে খাবার বিলি করার কথা কাউকে জানানো হয় না ৷ বাচ্চাদের ডেকে খাবার দেওয়া হয় ৷ এমনকি যে সিদ্ধ ডিম পায় না, তাকে কাঁচা ডিম দেওয়া ৷ বারবার কর্মী ও সহায়িকাকে বলেও কিছুই হয়নি ৷ বাধ্য হয়ে আজ আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা মেরেছি ৷ আমাদের একটাই দাবি, অবিলম্বে এই কেন্দ্রের কর্মী ও সহকারি বদল করতে হবে ৷ কেন্দ্রে শিশুদের পঠনপাঠনের কোনও ব্যবস্থা নেই ৷ কেন্দ্রে 100 জনের নাম থাকলে 10 জনের খাবার রান্না হচ্ছে ৷ আর কর্মী সপ্তাহে একদিন কেন্দ্রে আসে। যে খাবার দেওয়া হয় তাতে পোকা দেখা যায়। আমরা বাচ্চাদের ওই খাবার কি করে খেতে দেব?”

পোকা ধরা চালের খিচুড়ি বিলির অভিযোগ মালদার একটি স্কুলে

আরও পড়ুন:Agitation at Anganwari Center : নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ

একই বক্তব্য আরেক অভিভাবক জ্যোতি মণ্ডলের ৷ তিনি বলেন, “আমরা এই এলাকায় এসেছি এক বছর হয়েছে ৷ কেন্দ্রে আমার ছেলের নাম উঠেছে ৷ কিন্তু, এখনও আমার ছেলেকে খাবার দেওয়া হচ্ছে না ৷ ওই কর্মী আমাকে বলছেন, এখনও তোমরা এই এলাকার বাসিন্দা হওনি ৷ তাই তোমাদের খাবার আসছে না ৷ তাহলে আমরা কবে এলাকার বাসিন্দা হব ? যখন ছেলের বয়স পাঁচ বছর হবে ? কর্মী কেন্দ্রের উপভোক্তা তালিকায় নাম তুলেছে, সরকার সেই নাম অনুযায়ী খাবার দিচ্ছে ৷ কিন্তু, আমাদের সেই খাবার দেওয়া হচ্ছে না ৷’’

ABOUT THE AUTHOR

...view details