পশ্চিমবঙ্গ

west bengal

Khagen Murmu: মালদা মেডিক্যালের উন্নয়নে কেন্দ্রে পাঠানো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে, অভিযোগ খগেন মুর্মুর

By

Published : Sep 30, 2022, 6:11 PM IST

Khagen Murmu Alleges that Malda Medical College Development Fund Diverted to Laxmi Bhandar
Khagen Murmu Alleges that Malda Medical College Development Fund Diverted to Laxmi Bhandar ()

আজ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আচমকাই পরিদর্শনে যান মালদা উত্তর লোকসভার সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) ৷ সেখানে হাসপাতালের একটি ইউনিটের পরিকাঠামো দেখে রাজ্য সরকারকে একহাত নিলেন তিনি ৷ অভিযোগ করলেন, 2020 সালে মালদা মেডিক্যাল কলেজের পরিকাঠামো উন্নয়নে পাঠানো কেন্দ্রীয় টাকা লুঠ করেছে রাজ্য সরকার (Malda Medical College Development Fund Diverted to Laxmi Bhandar) ৷

মালদা, 30 সেপ্টেম্বর: মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালেক উন্নয়নে কেন্দ্রের পাঠানো টাকা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে (Malda Medical College Development Fund Diverted to Laxmi Bhandar) ৷ কেন্দ্রের টাকা নয়ছয়ের অভিযোগে শুভেন্দু অধিকারীর অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের কাছে চিঠি লেখার দিনেই, এমনটা দাবি করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷ তিনি অভিযোগ করেছেন, স্বাস্থ্য খাতে কেন্দ্রের দেওয়া টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বিলিয়ে দেওয়া হচ্ছে ৷ পাশাপাশি, মালদা মেডিক্যালের স্বাস্থ্য পরিষেবার মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ ৷

আজ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে যান মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) ৷ হাসপাতালের একটি ইউনিট ঘুরে দেখেন তিনি ৷ কথা বলেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ৷ ওই ইউনিট থেকে বেরিয়ে মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি ৷ খগেন মুর্মু বলেন, “এটা নামেই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ এর থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা ও পরিকাঠামো ঢের ভালো ৷ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সবরকম পরিকাঠামো থাকা উচিত ৷ এখানে উন্নয়ন বলতে কিছুই হয়নি ৷’’

বিজেপি সাংসদের অভিযোগ, ‘‘একটি বেডে দুই থেকে তিনজন রোগীকে রাখা হচ্ছে ৷ মেঝেতেও রোগীকে রাখা হয়েছে ৷ নার্সরা বলতে পারছেন না, কোন রোগীকে কোন চিকিৎসক দেখছেন ৷ তাঁরা শুধু বলছেন, তিনজন চিকিৎসক দেখছেন ৷ জানা গেল, তিনজন চিকিৎসক এতজন রোগীর চিকিৎসা করছেন ৷ এ তো শুধু একটি ইউনিটের কথা ৷ গোটা হাসপাতালে কী পরিস্থিতি, কে জানে !’’

মালদা মেডিক্যালের উন্নয়নে কেন্দ্রে পাঠানো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে, অভিযোগ খগেন মুর্মুর

আরও পড়ুন:কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করছে রাজ্য ! নির্মলাকে চিঠি পাঠালেন শুভেন্দু

এর পরেই রাজ্য সরকারের বিরুদ্ধে এক খাতের টাকা অন্য খাতে সরিয়ে দেওয়ার অভিযোগ তোলেন মালদা উত্তর লোকসভার সাংসদ ৷ তিনি বলেন, ‘‘মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের জন্য 2020 সালে কেন্দ্রীয় সরকার মোট 150 কোটি টাকা দিয়েছে ৷ সেই টাকা কোথায় গেল ? সেই টাকা কি লক্ষ্মীর ভাণ্ডারে চলে গেল ! এভাবেই কেন্দ্রীয় সরকারের টাকা লুঠ করা হচ্ছে ৷ এই টাকার হিসাব আমি জানতে চাইব ৷ কেন্দ্রীয় সরকারের টাকায় কী কাজ হয়েছে ? তার কোনও বোর্ড এখানে নেই ৷ আসলে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উন্নয়নের জন্য পাঠানো কেন্দ্রের টাকা অন্য খাতে সরিয়ে ফেলা হয়েছে ৷ গোটা রাজ্যেই এই ঘটনা ঘটছে ৷ সেই কারণেই এ রাজ্যে স্বাস্থ্য পরিষেবা সবচেয়ে খারাপ ৷’’

ABOUT THE AUTHOR

...view details