পশ্চিমবঙ্গ

west bengal

Corona Update in Bengal : গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু এক, সংক্রমণ নামল দু‘অঙ্কে

By

Published : Feb 28, 2022, 7:59 PM IST

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 89 জন (Corona Update in Bengal) ৷

Corona Update in Bengal
গত চব্বিশ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু একজনের

কলকাতা, 28 ফেব্রুয়ারি :রাজ্য সরকারের প্রকাশিত স্বাস্থ্য বুলটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় বাংলায় আরও শক্তিক্ষয় হল করোনার ৷ সংক্রমণের হার থেকে আক্রান্তের সংখ্যা হোক, কিংবা মৃত্যু ৷ সবই কমল গত 24 ঘণ্টায় ৷ আক্রান্তের সংখ্যা দু'অঙ্কের ঘরে কমে আসার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হল মাত্র একজনের ৷ রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 89 জন (WB Registers 89 New COVID Cases In Last 24 Hours) ৷

আগের দিন এই সংখ্যাটা ছিল 215 ৷ দৈনিক সংক্রমণের হার কমে হল 0.50 শতাংশ (Corona Update in Bengal) ৷ কেবল দক্ষিণ 24 পরগনায় সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে গত 24 ঘণ্টায় ৷ গতকাল সংখ্যাটা ছিল 3 ৷ এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা 21 হাজার 176 জন ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 20 লাখ 15 হাজার 107 জন ৷ একদিনে সুস্থ হয়েছেন 204 জন ৷ এ যাবৎ রাজ্যে করোনা সারিয়ে সুস্থ হয়েছেন 19 লাখ 92 হাজার 103 জন ৷

আরও পড়ুন : তৃতীয় ঢেউয়ে করোনার দৈনিক সংক্রমণ 10 হাজারে

যদিও গতকাল রাজ্যে নমুনা পরীক্ষার হার অনেকটাই কম হয়েছে ৷ গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছে 17 হাজার 694 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত 2 কোটি 42 লাখ 12 হাজার 326 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ গত 24 ঘণ্টায় টিকা পেয়েছেন 9 হাজার 671 জন ৷ তার মধ্যে প্রথম ডোজ পেয়েছেন 447 জন ৷ দ্বিতীয় ডোজ প্রাপকের সংখ্যা 8 হাজার 432 ৷ বুস্টার ডোজ পেয়েছেন 792 জন৷

ABOUT THE AUTHOR

...view details