পশ্চিমবঙ্গ

west bengal

Sukanta Majumdar গ্রেট ক্যালকাটা কিলিংসয়ের স্মৃতি উস্কে দেওয়ার চেষ্টা, খেলা হবে দিবসকে কটাক্ষ সুকান্তর

By

Published : Aug 15, 2022, 7:13 PM IST

16 অগস্ট রাজ্যে খেলা হবে দিবস পালনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেছেন, ওই দিন থেকে তৃণমূল বিজেপি'র বিরুদ্ধে আন্দোলনে পথে নামবে ৷ মুখ্যমন্ত্রীর ওই ঘোষণাকেই এদিন কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar Criticises Mamata Banerjee) ৷

Sukanta Majumdar attacks mamata banerjee
খেলা হবে দিবসকে কটাক্ষ সুকান্তর

কলকাতা, 15 অগস্ট: "খেলা দিবসের আড়ালে তৃণমূল কংগ্রেস গ্রেট ক্যালকাটা কিলিংসয়ের স্মৃতি উস্কে দেওয়ার চেষ্টা করছে ।" সোমবার স্বাধীনতা দিবসের দিন এমনই অভিযোগ করলেন বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ 16 অগস্ট রাজ্যে 'খেলে হবে' দিবস পালনের যে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই প্রসঙ্গে এদিন এই মন্তব্য করেন সুকান্ত (Sukanta Majumdar Criticises Mamata Banerjee) ৷

রাজ্য বিজেপি সভাপতির কটাক্ষ, "আমার মনে হয় মুখ্যমন্ত্রীর আহ্বানে আর কেউ পথে নামবেন না ৷ কারণ চোরেদেরকে বাঁচানোর আর কোনও প্রয়োজন নেই । চোরেদের বাঁচাতে রাস্তায় কেউ নামবে না । আইন আইনের মতো করে চলবে ।" পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সুকান্ত বলেন, "এই মুখ্যমন্ত্রী বাংলার শিক্ষা, সংস্কৃতির প্রতিনিধিত্ব কি করেন? তাঁর কি সেই যোগ্যতা আছে? যদি রাজ্যের মানুষ মনে করেন যোগ্যতা আছে, তবে সেটা দুর্ভাগ্য ৷"

খেলা হবে দিবসকে কটাক্ষ সুকান্তর

আরও পড়ুন: জানতাম দিদি পাশে থাকবেন, আইনজীবী মারফত মমতাকে কৃতজ্ঞতা অনুব্রতর

রবিবার মুখ্যমন্ত্রী তাঁর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন ৷ এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "মুখ্যমন্ত্রীর বাড়িতে যদি সিবিআই আসে তাহলে তাঁর পাশে কেউ দাঁড়াবেন না ৷ তাই জন্যই তো মুখ্যমন্ত্রী টেনশনে ভুগছেন । তিনি ভয় পেয়ে গিয়েছেন, আর ভয় পেয়ে গেলে কারও মাথা কাজ করে না । তখন মানুষ উলটো-পালটা বকতে থাকে । তৃণমূল কংগ্রেস চোর তৈরি ফ্যাক্টরি ।" অনুব্রত মণ্ডল সব বলে দিতে পরে । মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের মুখ খোলাকেই ভয় পাচ্ছেন বলে এদিন মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি ৷

ABOUT THE AUTHOR

...view details