পশ্চিমবঙ্গ

west bengal

Calcutta High Court: আদালতের গুঁতোয় যোগ্যদের নিয়োগপত্র স্কুল সার্ভিস কমিশনের

By

Published : Sep 28, 2021, 8:12 PM IST

আদালত অবমাননার নোটিস স্কুল সার্ভিস কমিশনকে ৷ আর তার পরেই যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দিল স্কুল সার্ভিস কমিশন ৷ 2016 সালের বিজ্ঞপ্তির নিরিখে স্কুল সার্ভিস কমিশনের নেওয়া পরীক্ষার প্রশ্নপত্র ভুল ছিল ৷ যা নিয়ে আদালতে মামলা হয় ৷ সেই মামলার রায় কার্যকর না করায় স্কুল সার্ভিস কমিশনকে নোটিশ পাঠায় মামলাকারীদের আইনজীবী ৷

School Service Commission give appointment letter to eligible candidates after getting notice for contempt of court
আদালত অবমাননার নোটিস যেতেই যোগ্যদের নিয়োগপত্র স্কুল সার্ভিস কমিশনের

কলকাতা, 28 সেপ্টেম্বর : আদালত অবমাননার নোটিশ যেতেই চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দিল স্কুল সার্ভিস কমিশন ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফের বেঞ্চের দেওয়া নির্দেশের চার মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে ৷ অভিযোগ, তার পরেও আদালতের রায় কার্যকর করছিল না স্কুল সার্ভিস কমিশন ৷ এনিয়ে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনকে আদালত অবমাননার নোটিশ দিয়েছিলেন মামলাকারীদের আইনজীবী ৷ আদালত অবমাননার নোটিশ পেয়ে তড়িঘড়ি চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দিল স্কুল সার্ভিস কমিশন ৷

প্রসঙ্গত, 2016 সালের বিজ্ঞপ্তির নিরিখে স্কুল সার্ভিস কমিশন প্রায় 16 হাজার শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল ৷ কিন্তু, স্কুল সার্ভিস কমিশনের সেই পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করেন চাকরিপ্রার্থী পরীক্ষার্থীরা ৷ কিন্তু, স্কুল সার্ভিস কমিশন তাদের সেই ভুল স্বীকার করতে চাননি ৷ তার পরেই চাকরিপ্রার্থীরা 2019 সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ সেই মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবী আশিসকুমার চৌধুরী আদালতে প্রমাণ করেছিলেন যে, কমিশনের করা ইতিহাসের ওই প্রশ্নটি ভুল ছিল ৷ প্রমাণ হিসেবে তিনি, বিভিন্ন লেখকরে লেখা ইতিহাসের একাধিক পাঠ্যবই তুলে ধরেন ৷ সেখানে দেখা যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রশ্নপত্রের প্রশ্ন ভুল ছিল ৷

আরও পড়ুন : Kolkata Rain fall: বৃষ্টিতে 24 ঘণ্টা সচল থাকবে পাম্পিং স্টেশন, নজরদারিতে ফিরহাদ

এর পর মামলাকারী অনিতা বিশ্বাস-সহ একাধিক চাকরিপ্রার্থীর আবেদন খতিয়ে দেখে বিচারপতি শেখর ববি শরাফ তাঁর রায় দিয়েছিলেন ৷ সেখানে তিনি স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন, ভুল প্রশ্নের নম্বর যোগ করে কোনও প্রার্থী যদি যোগ্য বলে বিবেচিত হন, তবে তাঁকে নিয়োগপত্র দিতে হবে ৷ কিন্তু, আদালতের সেই রায়ের পর চার মাস অতিক্রান্ত হয়ে গিয়েছিল ৷ কিন্তু, স্কুল সার্ভিস কমিশনের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি এনিয়ে ৷ যার পরেই মামলাকারীদের আইনজীবী আশিসকুমার চৌধুরী আদালতের দ্বারস্থ হন এবং কমিশনকে আদালত অবমাননার নোটিশ পাঠান ৷ সেই নোটিশ পেয়েই তোড়জোড় শুরু করে স্কুল সার্ভিস কমিশন ৷ সব প্রক্রিয়া শেষ করে আজ যোগ্যদের নিয়োগপত্র দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে ৷

আরও পড়ুন :Ghoom Festival: উৎসবের মরশুমে পাহাড়ে পর্যটক টানতে শুরু হচ্ছে ‘ঘুম ফেস্টিভ্যাল’

ABOUT THE AUTHOR

...view details