পশ্চিমবঙ্গ

west bengal

Duare Ration: দুয়ারে রেশন প্রকল্পে সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রেশন ডিলাররা

By

Published : Sep 16, 2021, 2:32 PM IST

Ration Dealers are file a Case against Duare Ration Project to Division Bench of Calcutta High Court
দুয়ারে রেশন প্রকল্পের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলাকারী রেশন ডিলাররা ()

দুয়ারে রেশন প্রকল্পে সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেলেন মামলাকারী ডিলার ৷ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলাটি গ্রহণ করলেও, এর শুনানির দিন এখনও জানানো হয়নি ৷

কলকাতা 16 সেপ্টেম্বর : দুয়ারে রেশন প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে আপিল করল রেশন ডিলারদের একাংশ ৷ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে ৷ আজ সকালে রেশন ডিলারদের আইনজীবী বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলাটি পেশ করেন ৷ সেই সঙ্গে যাতে মামলার দ্রুত শুনানি করা হয়, সেই আবেদন জানিয়েছিলেন আইনজীবীরা ৷ তবে, বিচারপতি সুব্রত তালুকদার মামলাটি দায়ের করার অনুমতি দিলেও, দ্রুত শুনানির প্রয়োজন আছে বলে মনে করেননি ৷ তাই এখনই শুনানির দিন ঘোষণা করেনি আদালত ৷ আগামী সপ্তাহে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

উল্লেখ্য, রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প কেন্দ্রীয় খাদ্য আইনের পরিপন্থী এবং ডিলারদের আর্থিক ক্ষতি করে রাজ্য এই প্রকল্প তাদের উপর চাপাতে চাইছে ৷ এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যের রেশন ডিলারদের একাংশ ৷ কিন্তু গতকাল বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ রেশন ডিলারদের ওই দাবি খারিজ করে দিয়েছিলেন ৷ রাজ্য সরকারের এই প্রকল্পে আদালত হস্তক্ষেপ করবে না বলে, গতকালের রায়ে জানিয়েছিলেন বিচারপতি ৷

আরও পড়ুন : Calcutta High Court : দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশ নয়, ডিলারদের আবেদন খারিজ করল হাইকোর্ট

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্যে গতকাল থেকেই চালু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প ৷ পরীক্ষামূলকভাবে রাজ্য সরকার এই প্রকল্পটি চালু করেছে ৷ যেখানে গ্রাহকদের দুয়ারে রেশন পৌঁছে দেবেন ডিলাররা ৷ তার জন্য বাড়ানো হয়েছে রেশন ডিলারদের কমিশনও ৷ কিন্তু, ডিলারদের একটা অংশের দাবি, রাজ্য সরকার কমিশন বাড়ালেও এই প্রকল্পের পরিকাঠামো ও পরিবহণ সংক্রান্ত খরচ বহন করতে হবে ডিলারদের ৷ ফলে রেশন ডিলাররা আর্থিক ক্ষতির মুখে পড়বে ৷ এই দাবিতে গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ডিলারদের একটি অংশ ৷ বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে মামলাটি দু’দিন ধরে শুনানি হয় ৷

আরও পড়ুন : Visva-Bharati University : বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষ ও বিক্ষোভকারী পড়ুয়াদের ভর্ৎসনা হাইকোর্টের

যেখানে সরকারের তরফে জানানো হয়েছিল, এই প্রকল্প রাজ্য বর্তমানে পরীক্ষামূলকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে দুয়ারে রেশন চালু করছে ৷ যদি সাফল্য মেলে ভবিষ্যতে এই প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়া হবে ৷ প্রকল্প চালানোর জন্য রেশন ডিলারদের যে অতিরিক্ত খরচ দিচ্ছে রাজ্য ৷ তা সত্ত্বেও কিছু অসাধু রেশন ডিলার রাজ্য সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করে দেওয়ার চেষ্টায় আদালতে মামলা করেছেন ৷ বিচারপতি সিনহা সব দিক খতিয়ে দেখে গতকাল তাঁর নির্দেশে জানান, গোটা বিশ্বেই করোনা পরিস্থিতির মধ্যে দুয়ারে রেশন প্রকল্প বলা যায় সময়ের দাবি ৷ পাশাপাশি রাজ্য সরকার এটা পরীক্ষামূলকভাবে চালু করছে ৷ সেই কারণে আদালত আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না ৷

আরও পড়ুন : Teacher Transfer : চুক্তিভিত্তিক শিক্ষিকার বদলির নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details