পশ্চিমবঙ্গ

west bengal

Sudip Banerjee Suitcase Theft Case: সুদীপের সুটকেস নিখোঁজ রহস্যের তদন্তে লালবাজার, গ্রেফতার 3

By

Published : Jul 11, 2022, 6:33 PM IST

জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নিখোঁজ হয়ে যাওয়া সুটকেসের তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করলেন লালবাজারের গোয়েন্দারা (Police Arrests Three Persons for Sudip Banerjee Suitcase Theft Case) ৷ মুম্বই থেকে গত এপ্রিল মাসে সুটকেসটি কুরিয়ার করা হয় একটি সংস্থার তরফে ৷ কিন্তু, 2 মাস পেরিয়ে গেলেও সুটকেসটি সাংসদের বাড়িতে পৌঁছয়নি ৷

Police Arrests Three Persons for Sudip Banerjee Suitcase Theft Case
Police Arrests Three Persons for Sudip Banerjee Suitcase Theft Case

কলকাতা, 11 জুলাই: সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুটকেস নিখোঁজ রহস্যে 3 জনকে গ্রেফতার করলেন লালবাজারের আধিকারিকরা (Police Arrests Three Persons for Sudip Banerjee Suitcase Theft Case ) ৷ দু’মাস আগে মুম্বই থেকে পার্সেলটি মুম্বইয়ের লোকমান্য তিলক স্টেশন থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে তোলা হয়েছিল একটি কুরিয়ার সংস্থার তরফে ৷ এই ঘটনায় সংস্থার 3 জন কর্মীকে গ্রেফতার করেছে লালবাজারের আধিকারিকরা ৷

গত এপ্রিল মাসে মুম্বইয়ে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি অনুষ্ঠান থেকে ফিরে আসার পর সংস্থার তরফে সাংসদের একটি সুটকেস কুরিয়ার করে কলকাতার বাড়ির ঠিকানায় পাঠানো হয় ৷ সেটিতে সাংসদের অনেক মূল্যবান সামগ্রী ছিল বলে জানা গিয়েছে ৷ কুরিয়ার সংস্থার তরফে সুটকেসটি মুম্বইয়ের লোকমান্য তিলক স্টেশন থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে তোলা হয় ৷ কিন্তু, মাঝপথেই সাংসদের সুটকেসটি নিখোঁজ হয়ে যায় ৷ দু’মাস হয়ে গেলেও সেই সুটকেস তাঁর বাড়িতে পৌঁছয়নি ৷

এর পর গত 5 জুলাই সুদীপ বন্দ্যোপাধ্যায় তালতলা থানায় অভিযোগ দায়ের করেন ৷ পরবর্তী সময়ে লালবাজার তদন্তভার হাতে নেয় ৷ তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা জানতে পারেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুটকেসের সঙ্গে আরও দু’টি সুটকেস ছিল ৷ সেই দু’টি অক্ষতভাবে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছেছে ৷ কেবল সাংসদের সুটকেসের কোনও হদিস পাওয়া যায়নি ৷ এর পরেই কুরিয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করেন লালবাজারের গোয়েন্দারা ৷ সংস্থার তরফে জানানো হয় কুরিয়ারের দায়িত্বে ছিলেন সংস্থার 3 কর্মী গুড্ডু সিং, অঙ্কিত সিং এবং দীপাঞ্জন সেন ৷

আরও পড়ুন:Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনার তদন্তে সিট গঠন লালবাজারের

গোয়েন্দারা তাঁদের এ নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ কিন্তু, তাঁদের থেকে কোনও সদুত্তর পায়নি পুলিশ ৷ এর পরেই তাঁদের গ্রেফতার করেন লালবাজারের তদন্তকারীরা ৷ ঘটনায় কুরিয়ার সংস্থার সঙ্গে কথা বলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ প্রাথমিক তদন্তের পর আধিকারিকদের অনুমান, কুরিয়ার সংস্থার ওই তিনকর্মী নিখুঁতভাবে সিল ভেঙে সুটকেসটি আলাদা করে নেন ৷ এর পর মাঝপথে সেটিকে নিয়ে কোনও স্টেশনে নামিয়ে নেয় অভিযুক্তরা ৷

ABOUT THE AUTHOR

...view details