পশ্চিমবঙ্গ

west bengal

Vice President Election 2022: ‘কৃষক পুত্র’ ধনকড়কে অভিনন্দন মোদির, ‘আনুগত্যের পুরস্কার’ বলে কটাক্ষ তৃণমূলের

By

Published : Jul 16, 2022, 9:45 PM IST

Updated : Jul 16, 2022, 11:05 PM IST

আগামী 6 অগস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন (Vice President Election 2022) ৷ মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৷ তার আগে আজ জগদীপ ধনকড়ের নাম (Bengal Governor Jagdeep Dhankhar) উপ-রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে বিজেপির তরফে ঘোষণা করা হল ৷

pm-narendra-modi-and-tmc-reaction-after-jagdeep-dhankhar-name-as-vice-president-candidate
Vice President Election 2022: ‘কৃষক পুত্র’ ধনকড়কে অভিনন্দন মোদির, ‘আনুগত্যের পুরস্কার’ বলে কটাক্ষ তৃণমূলের

কলকাতা, 16 জুলাই : রাষ্ট্রপতি নির্বাচনে (President Election 2022) একজন আদিবাসীকে প্রার্থী করে আগেই চমক দিয়েছিল বিজেপি (BJP) ৷ কিন্তু গেরুয়া শিবির সবচেয়ে বড় চমক দিল উপ-রাষ্ট্রপতি নির্বাচন (Vice President Election 2022) নিয়ে ৷ তাই ওই পদে প্রার্থী হিসেবে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Bengal Governor Jagdeep Dhankhar) নাম ঘোষণা হওয়ার পর থেকেই দেশজুড়ে এই নিয়ে চর্চা শুরু হয়েছে ৷

বাংলার রাজ্যপাল হিসেবে ধনকড়ের নাম গত তিন বছরে বারবার আলোচনায় এসেছে ৷ বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারের সমালোচনা তাঁকে বারবার সংবাদ শিরোনামে তুলে এনেছে ৷ ফলে তাঁর নাম ঘোষণা হতেই রাজনৈতিক দলের নেতারা এক এক করে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন ৷

টুইট করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ প্রথম টুইটে তিনি ধনকড়কে কৃষক পুত্র হিসেবে উল্লেখ করেছেন ৷ ধনকড়ের আইনি জ্ঞান নিয়েই প্রশংসা করেছেন ৷ দ্বিতীয় টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেনে এনেছেন রাজ্যসভার প্রসঙ্গ ৷ কারণ, উপ রাষ্ট্রপতিই রাজ্যসভায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ৷ মোদি লিখেছেন, সংবিধান নিয়ে জ্ঞান থাকায় ধনকড় নিশ্চয় সেই দায়িত্বও ভালো ভাবে পালন করবেন ৷

অন্যদিকে ধনকড়কে এনডিএ-র উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী করায় বিজেপির সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ দলের মহিলা শাখার রাজ্য সভানেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘উনি এতদিন ধরে বিজেপির জন্য এত কিছু করলেন, তার পুরস্কার এবার পেতে চলেছেন।’’

তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে যদি জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি হন, তাতে কি বাংলার জন্য এক দিক থেকে ভালো হবে ? জবাবে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘এমনিতেই বাংলার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল হাত রয়েছে । যা ভালো করার তিনিই করবেন । অতএব জগদীপ ধনকর এলেন না গেলেন, না উপরাষ্ট্রপতি হলেন তাতে কিছু যায় আসে না । শুধু এটুকুই বলতে পারি বিজেপির হয়ে তাঁবেদারি করার জন্য ওঁকে পুরস্কার দেওয়া হল ।’’

প্রসঙ্গত, আগামী 6 অগস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন ৷ ইতিমধ্যে 5 জুলাই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে ৷ আগামী মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৷ এখনও পর্যন্ত বিরোধীদের তরফে কারও নাম ঘোষণা করা হয়নি ৷ বিরোধীরা যদি কারও নাম ঘোষণা না করে, তাহলে মঙ্গলবারই নিশ্চিত হয়ে যাবে যে ধনকড়ই দেশের পরবর্তী উপ-রাষ্ট্রপতি ৷

আরও পড়ুন :Vice President Election 2022: উপ-রাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী জগদীপ ধনকড়

Last Updated :Jul 16, 2022, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details