পশ্চিমবঙ্গ

west bengal

Garden Reach Money Recovery Case: গার্ডেনরিচ প্রতারণা কাণ্ডের তদন্তে গাফিলতির অভিযোগ, ক্লোজ পুলিশ আধিকারিক

By

Published : Sep 25, 2022, 11:41 AM IST

Updated : Sep 25, 2022, 12:15 PM IST

গার্ডেনরিচে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় (Garden Reach Money Recovery Case) পার্কস্ট্রিট থানার তদন্তকারী আধিকারিককে ক্লোজ করল লালবাজার (Park Street Investigating Officer is Closed) ৷ ওই আধিকারিকের নাম পৃথ্বীবেশ মিস্ত্রি ৷

Park Street Investigating Officer is Closed in Garden Money Recovery Case
Park Street Investigating Officer is Closed in Garden Money Recovery Case

কলকাতা, 25 সেপ্টেম্বর: গার্ডেনরিচে 17.32 কোটি টাকা উদ্ধারের (Garden Reach Money Recovery Case) ঘটনায় ক্লোজ করা হল পার্কস্ট্রিট থানার তদন্তকারী আধিকারিককে ৷ তদন্ত প্রক্রিয়া ধীর গতিতে করা এবং কোনও অগ্রগতি আনতে না পারায় পৃথ্বীবেশ মিস্ত্রি নামে ওই পুলিশ আধিকারিককে ক্লোজ করেছে লালবাজার (Park Street Investigating Officer is Closed) ৷ তিনি সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন ৷ পুলিশ সূত্রে খবর, গার্ডেনরিচে যে অভিযুক্তর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে তাঁর বিরুদ্ধে পার্কস্ট্রিট থানায় বছর দেড়েক আগে একটি অভিযোগ দায়ের হয় । কিন্তু সেই ঘটনার তদন্তাকারী আধিকারিক পৃথ্বীবেশ মিস্ত্রি সময়মতো ব্যবস্থা নেননি বলে মনে করছে লালাবাজার । তাই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হল ।

প্রসঙ্গত, গত 10 সেপ্টেম্বর গার্ডেনরিচের শাহি আস্তাবল এলাকায় ব্যবসায়ী আমির খানের বাড়িতে হানা দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা 17.32 কোটি টাকা বাজেয়াপ্ত করে ৷ অভিযোগ অনলাইন গেমিং অ্যাপ তৈরি করে তার মাধ্যমে লোকজনের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল ৷ এই ঘটনায় অনেক আগেই পার্কস্ট্রিট থানায় এই ধরনের একটি অভিযোগ দায়ের হয়েছিল ৷ কিন্তু, সেই তদন্তের কোনও গতি ছিল না ৷ এমনকী তদন্ত শুরু হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল ৷

এবার সেই ঘটনায় গাফিলতির অভিযোগে পার্কস্ট্রিট থানার সেই তদন্তকারী আধিকারিককে ক্লোজ করেছে লালবাজার ৷ ক্লোজ হওয়া সাব ইন্সপেক্টর পৃথ্বীবেশ মিস্ত্রি তদন্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনও তথ্যও জোগাড় করতে পারেননি বলে লালবাজার সূত্রে খবর ৷ এর পরেই ওই পুলিশ আধিকারিককে ক্লোজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:বাড়ি থেকে মিলেছিল 18 কোটি, গার্ডেনরিচের সেই ব্যবসায়ী আমির খানকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার

গত 10 সেপ্টেম্বর সকাল 9টা নাগাদ গার্ডেনরিচ, পার্কস্ট্রিট-সহ শহরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছিল ইডি ৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে ফেলে চলে তল্লাশি অভিযান ৷ সেই ঘটনার পর থেকে অভিযুক্ত আমির খান পলাতক ছিলেন ৷ তার পর শনিবার তাঁকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে ৷

Last Updated : Sep 25, 2022, 12:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details