পশ্চিমবঙ্গ

west bengal

আমফান-ত্রাণ ইশু : মুখ্যমন্ত্রীকে চিঠি, বিচার বিভাগীয় তদন্তের দাবি বিরোধীদের

By

Published : Jul 4, 2020, 7:45 PM IST

আমফানের ত্রাণ বণ্টন নিয়ে প্রথম থেকে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা ৷ এবার সেই অভিযোগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল বাম-কংগ্রেস ৷

left front and congress
বাম-কংগ্রেস

কলকাতা, 4জুলাই : আমফানের ত্রাণ বণ্টনেনজিরবিহীন দুর্নীতি হয়েছে । অবিলম্বে এই বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবিজানালেন রাজ্যের বিরোধী দলের নেতৃত্ব । ত্রাণ বণ্টন নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে চিঠিদিলেন রাজ্যের দুই বিরোধী দলনেতা ।

ঘূর্ণিঝড়আমফানে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণের সুষম বণ্টন হয়নি ৷ এই অভিযোগে তুলে ক্ষোভপ্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজনচক্রবর্তী । এই বিষয়ে তাঁরা মুখ্যমন্ত্রীকে চিঠিও দিলেন । এই মর্মে24জুন নবান্নে বিধানসভার অধ্যক্ষ বিমানবন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক হয় ৷

ওই বৈঠকে আমফানের ত্রাণ বণ্টন নিয়েঅভিযোগ তুলেছিলেন বিরোধীরা ৷ তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন,ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সংক্রান্ততালিকা প্রকাশ করা হবে এবং অবিলম্বেBDOঅফিসগুলিতে তালিকা টাঙিয়ে দেওয়া হবে। দাবি এবং আপত্তি জানানোর জন্য সাতদিন সময় দেওয়া হবে । সাদা কাগজে দরখাস্ত করাযাবে । মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে,প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে ক্ষতিপূরণপান তা নিশ্চিত করতে হবে ।BDOএবংDM-দেরএই দায়িত্ব নিতে হবে ।

বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "আমফান ত্রাণে যে সীমাহীন বেনিয়ম এবংকারচুপি করা হয়েছে,তা নিশ্চয়ইমুখ্যমন্ত্রীর নজরে আছে । মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং মানুষের বিক্ষোভের পর কেউ কেউতা স্বীকার করেছে । টাকা ফেরত দিচ্ছে বলে জানা গিয়েছে । শুধু টাকা ফেরত নয়,অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থানেওয়া জরুরি ।"

ত্রাণেরতালিকা তৈরি,চূড়ান্তকরা এবং বিলি করার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন,তাঁদের কারো বিরুদ্ধে সরকার পদক্ষেপকরেনি বলে বিরোধীদের অভিযোগ ৷ আইনের শাসনের জন্য এটা ন্যূনতম জরুরি বলে মন্তব্যকরেছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ।

ABOUT THE AUTHOR

...view details