পশ্চিমবঙ্গ

west bengal

Left Rally on April 2 : আনিশ মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্র সমাবেশে থাকছেন রোহিত ভেমুলার মা

By

Published : Mar 28, 2022, 5:29 PM IST

Updated : Mar 28, 2022, 6:12 PM IST

আগামী 2 এপ্রিল বাম ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুদিন ৷ ওই দিনই আনিশ খানের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে সমাবেশের ডাক দিল বাম ছাত্র সংগঠনগুলি (On April 2nd Left Student Organizations will hold a rally to protest the Anis Khan murder case) ৷ সেখানে বক্তা হিসেবে রোহিত ভেমুলার মা-ও উপস্থিত থাকবেন ৷

on-april-2nd-left-student-organizations-will-hold-a-rally-to-protest-the-anis-khan-murder-case
Left Rally on April 2 : আনিশ হত্যাকাণ্ড জাতীয়স্তরের প্রচারে আনতে আগামী 2 এপ্রিল বাম ছাত্র সমাবেশের ডাক

কলকাতা, 28 মার্চ : আনিশ খানের অস্বাভাবিক মৃত্যুর (Anis Khan Murder Case) ঘটনাকে জাতীয়স্তরে তুলে ধরতে চায় বামেরা ৷ তাই আনিশ মৃত্যুর প্রতিবাদ সমাবেশে ডাক পেতে চলেছেন রাধিকা ভেমুলা ৷ যিনি হায়দরাবাদের নিহত দলিত ছাত্র রোহিত ভেমুলার মা ৷ আর সেই সমাবেশ হবে এমন একটি দিনে, যেদিনই আন্দোলন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরেকজন বাম ছাত্রনেতা ৷

কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফেরানো, ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক দাবিতে নবান্ন অভিযানে গিয়ে কয়েকবছর আগে মৃত্যু হয় বাম ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর ৷ সেই দিনটি ছিল 2 এপ্রিল ৷ এবারও তাই 2 এপ্রিল আনিশ মৃত্যুর প্রতিবাদে সমাবেশ করতে চলেছে বামেরা (On April 2nd Left Student Organizations will hold a rally to protest the Anis Khan murder case) ৷ সেই দিন বাম ছাত্র সংগঠন এসএফআই, পিএসইউ, এআইএসবি, এআইএসএফ যৌথ ভাবে ছাত্র সমাবেশ করতে চলেছে কলকাতার কলেজ স্ট্রিটের ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে । সেখানেই সমাবেশের বক্তা রাধিকা ভেমুলা, বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ছাত্র নেতৃত্ব ।

ছাত্র সমাবেশের পোস্টার

এখানে উল্লেখ করা প্রয়োজন, হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দলিত মেধাবী ছাত্র রোহিত ভেমুলার মৃত্যু (Rohit Vemula Murder Controversy) নিয়েও বেশ কয়েক বছর আগে উত্তপ্ত হয়েছিল দেশের রাজনীতি ৷ তাঁর সহপাঠীরা ভেমুলার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের দিকে আঙ্গুল তুলে লাগাতার আন্দোলনের পথ নিয়েছিল । তাঁর মৃত্যুকে প্রাতিষ্ঠানিক হত্যা বলে অভিযোগ করেছিল । দেশজুড়ে আন্দোলনও হয়েছিল ওই দলিত ছাত্রের মৃত্যুর ঘটনায় ।

একই ভাবে আনিশের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা জাতীয় স্তরে আনতে চায় বামেরা ৷ আর চাপ তৈরি করতে চায় রাজ্য সরকারের উপর ৷ এই নিয়ে এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানান, আনিশ খানের হত্যার বীভৎসতা অবশ্যই জাতীয়স্তরে আলোড়ন ফেলার মতোই বড় ঘটনা । সাম্প্রতিককালে রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে, যা দেশের কাছে উদ্বেগজনক । এ রাজ্যে সরকার সমাজবিরোধীকে প্রশ্রয় দেয় । প্রয়োজনে পুলিশ প্রশাসনকে জড়িয়ে ফেলে সুদীপ্ত থেকে আনিসকে খুন করা হয় ।

এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের বক্তব্য

তিনি আরও বলেন, ‘‘অনুরূপ ভাবে প্রাতিষ্ঠানিক ভাবে খুন হয়েছেন দলিত মেধাবী ছাত্র রোহিত ভেমুলা । তার বিরুদ্ধে এতদিন তাঁর মা রাধিকা ভেমুলা লড়ছেন তাঁর কথা আমরা শুনব । আমাদের লড়াইয়ের কথা তাঁর সঙ্গে ভাগ করে নেব । তিনি বিজেপি বিরোধী লড়াইয়ের মুখ । একই সঙ্গে আমাদের রাজ্যের যে চিত্র, সেটাও দেশের কাছে তিনি তুলে ধরবেন ।’’

আরও পড়ুন :Anish Khan Death Case : পরিবারের দাবি মেনে এখনই আনিশের ময়নাতদন্ত নয়

Last Updated :Mar 28, 2022, 6:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details