পশ্চিমবঙ্গ

west bengal

রাজ্যে এবার খেলা হবে দিবস, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

By

Published : Jul 6, 2021, 3:13 PM IST

Updated : Jul 6, 2021, 7:21 PM IST

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল ‘খেলা হবে’ ৷ ভোটে জয়ের পর এবার রাজ্যে খেলা হবে দিবস পালন করা হবে বলে বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

mamata bannerjee announce that west bengal government will celebrate khela hobe diwas every year
রাজ্যে পালিত হবে খেলা হবে দিবস, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, 6 জুলাই :সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল ‘খেলা হবে’ ৷ যা রাজনীতির ময়দানে গত কয়েকমাসে যথেষ্ট জনপ্রিয় হয়েছে ৷ এই স্লোগান সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে ৷ তাই এবার পশ্চিমবঙ্গে পালিত হবে খেলা হবে দিবস ৷

গত শুক্রবার বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন ৷ মঙ্গলবার ছিল অধিবেশনের তৃতীয়দিন ৷ সেখানেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন :বিধানসভাতে বিরোধীদের কণ্ঠস্বর আক্রান্ত হওয়ার অভিযোগে ওয়াকআউট বিজেপির

তিনি জানান, খেলা হবে স্লোগান সফল হয়েছে ৷ তাই এই স্লোগানকে সরকারি স্বীকৃতি দেওয়া হবে ৷ ওই দিনে 50 হাজার ফুটবল দেওয়া হবে ক্লাবগুলিকে ৷ তবে কবে এই খেলা হবে দিবস পালন করা হবে, তা অবশ্য জানাননি মুখ্যমন্ত্রী ৷ পরে এই নিয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি ৷

আরও পড়ুন :Union Cabinet reshuffle : 8 জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল ? জল্পনা তুঙ্গে তুলে দিল্লিতে ভিড় হেভিওয়েটদের

প্রসঙ্গত, গত শুক্রবার রাজ্যপালের ভাষণের সময় বিজেপি বিক্ষোভ দেখায় বিধানসভায় ৷ তার জেরে রাজ্যপাল জগদীপ ধনকড় ভাষণ পাঠ করতে পারেননি ৷ মঙ্গলবার বিধানসভার প্রথমার্ধেও বিজেপি ওয়াকআউট করে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে ৷ তাই তাঁর বক্তৃতা করার সময় বাধা দেওয়া হলেও অধ্যক্ষ কোনও পদক্ষেপ করেননি ৷

আরও পড়ুন :দেবাঞ্জন অস্বস্তি বাড়িয়েছিল তৃণমূলের, এবার বিজেপির কাঁটা সনাতন

Last Updated :Jul 6, 2021, 7:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details