পশ্চিমবঙ্গ

west bengal

Surajit Sengupta No More : সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণে শোক প্রকাশ মমতার

By

Published : Feb 17, 2022, 3:23 PM IST

Updated : Feb 18, 2022, 1:49 PM IST

Surajit Sengupta is no more
সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণে শোক প্রকাশ মমতার

বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিকপাল এই ফুটবলার (Surajit Sengupta passes away) ৷

কলকাতা, 17 ফেব্রুয়ারি: প্রখ্যাত ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক টুইট বার্তায় তিনি লিখেছেন, "প্রখ্যাত স্টার ফুটবলার সুরজিৎ সেনগুপ্তকে আজ আমরা হারালাম ৷ ফুটবল ভক্তদের হার্টথ্রব ছিলেন তিনি ৷ জাতীয় স্তরের একজন অসামান্য খেলোয়ার ছিলেন তিনি ৷ উনি আমাদের হৃদয়ে থেকে যাবেন ৷ গভীর শোক প্রকাশ করছি ৷ "

আরও পড়ুন : "তুমি দৌড়োও সুরো, তোমার দৌড়কে ওরা ভয় পায়..." সুরজিতকে বলেছিলেন পিকে

বৃহস্পতিবার দুপুর প্রায় 2টো নাগাদ হাসপাতালে প্রয়াত হন দিকপাল এই ফুটবলার (Surajit Sengupta passes away) ৷ বৃহস্পতিবার দুপুর প্রায় 2টো নাগাদ হাসপাতালে প্রয়াত হন দিকপাল এই ফুটবলার ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে কলকাতা ময়দানে ৷

গত 23 জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ চির প্রতিপক্ষ ইস্টবেঙ্গল, মোহনবাগান দুই দলের হয়েই খেলেছেন সুরজিৎ সেনগুপ্ত ৷

Last Updated :Feb 18, 2022, 1:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details