পশ্চিমবঙ্গ

west bengal

Arpita Mukherjee: অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা, চার্জশিটে দাবি ইডির

By

Published : Sep 20, 2022, 7:52 PM IST

large-amount-of-foreign-currency-recovered-from-arpita-mukherjee-flat-ed-claims-charge-sheet

অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা (Foreign currency) উদ্ধার করা হয়েছে ৷ প্রথম চার্জশিটে এমনটাই দাবি করেছে ইডি (ED charge sheet)৷

কলকাতা, 20 সেপ্টেম্বর: অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) হরিদেবপুর এবং বেলঘড়িয়ার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা শুধুই যে 50 কোটি টাকার নগদ এবং প্রায় পাঁচ কোটি টাকার সোনার গয়না পেয়েছিলেন এমনটা নয় । অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণের সম্পত্তি উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে একাধিক দেশের মুদ্রা অর্থাৎ বিদেশি মুদ্রা (Foreign currency)। সূত্রের খবর, শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্তের পর পেশ করা প্রথম চার্জশিটে (SSC Recruitment Case) এই কথা উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED charge sheet)৷

ইডি সূত্রে খবর, এই বিদেশি মুদ্রাগুলির মধ্যে রয়েছে নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং আমেরিকার মুদ্রা । কিন্তু সঠিক কত পরিমাণে বিদেশি মুদ্রা সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, তার কোনও উল্লেখ নেই চার্জশিটে ।

ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে প্রথম চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । তদন্ত শুরুর 58 দিনের মাথায় জমা করা চার্জশিটে ইডি-র দাবি, এসএসসি দুর্নীতি কাণ্ডে যে বেআইনি আর্থিক লেনদেন হয়েছিল, তার সঙ্গে ওতপ্রতোভাবে যুক্ত রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় । কিন্তু যাবতীয় টাকার লেনদেন দেখাশোনা করতেন পার্থ চট্টোপাধ্যায় নিজেই ।

আরও পড়ুন:অপার মোট 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, চার্জশিটে জানাল ইডি

ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই । আগামীকাল, বুধবার তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে । তাঁকে পেশ করা হবে আদালতে এবং নিজেদের হেফাজতে চেয়ে ফের আবেদন জানাবে সিবিআই ৷ এমনই খবর মিলেছে নিজাম প্যালেস সূত্রে ৷

ABOUT THE AUTHOR

...view details