পশ্চিমবঙ্গ

west bengal

Justice Rajesh Bindal removal : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণের দাবি, বার-চেয়ারম্য়ানের চিঠিতে রাজনীতি দেখছে বিজেপি

By

Published : Jun 28, 2021, 1:26 PM IST

Updated : Jun 28, 2021, 8:09 PM IST

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের অপসারণ চেয়ে চিঠি ৷ দেশের প্রধান বিচারপতিকে চিঠি রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্য়ানের ৷ ‘কনফিডেন্সিয়াল’ সেই চিঠিই টুইটারে পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ গোপন চিঠি প্রকাশ্যে এল কীভাবে ? প্রশ্ন বার-চেয়ারম্য়ানের ৷ ঘটনায় বিজেপির নিশানায় মুখ্যমন্ত্রী ৷

Justice Rajesh Bindal removal : BJP IT cell chief Amit Malviya tweets on the letter of state bar council Chairman Ashok Kumar Deb
Justice Rajesh Bindal removal : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণের দাবি, বার-চেয়ারম্য়ানের চিঠিতে রাজনীতি দেখছে বিজেপি

কলকাতা, 28 জুন :রাজ্য় বার কাউন্সিলের চেয়ারম্য়ান অশোক দেবের (Ashok Kumar Deb) ‘কনফিডেন্সিয়াল’ চিঠি সোশ্যাল মাধ্য়মে চলে আসায় বাড়ছে বিতর্ক ৷ দেশের প্রধান বিচারপতি এন ভি রামানাকে (Nuthalapati Venkata Ramana) লেখা ওই চিঠি কীভাবে সর্বসমক্ষে এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বজবজের তৃণমূল বিধায়ক অশোক ৷ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর (Amit Malviya) একটি টুইট প্রসঙ্গেই এই প্রশ্ন তুলেছেন তিনি ৷ অন্যদিকে, গোটা ঘটনায় স্বয়ং মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি ৷

সূত্রের খবর, দিন কয়েক আগে ওই চিঠিটি লিখেছিলেন অশোক দেব ৷ যার সারবত্তা হল, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের (Rajesh Bindal) আচরণ নিরপেক্ষ নয় ৷ তাই তাঁকে তাঁর বর্তমান দায়িত্ব থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হোক ৷ এদিকে, ‘কনফিডেন্সিয়াল’ বলে চিহ্নিত করা সেই চিঠিটিই টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য !

আরও পড়ুন :রাজেশ বিন্দালের অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি বার কাউন্সিলের

অমিতের অভিযোগ, পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা, নারদ কাণ্ড-সহ বিভিন্ন মামলায় রাজ্য় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি বিন্দাল ৷ সেই কারণেই তাঁকে সরাতে চাইছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্য়ান পদে থাকায় দলের হয়ে সেই কাজটিই এগিয়ে নিয়ে যাচ্ছেন অশোক ৷

বিষয়টি নিয়ে পর পর দু’টি টুইট করেছেন অমিত ৷ প্রথমটিতে তিনি লিখেছেন, ‘‘যেহেতু ভোট পরবর্তী হিংসায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে চেপে ধরেছে কলকাতা হাইকোর্ট, তাই বার কাউন্সিলের অধীনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চাওয়া হচ্ছে ৷ এই কাজে বজবজের তৃণমূল বিধায়ক অশোককুমার দেবকে ব্য়বহার করছেন মুখ্যমন্ত্রী ৷’’

আরও পড়ুন :Narada Case : নারদ মামলা : হাইকোর্টকে আগে মমতার আবেদন শুনতে নির্দেশ সুপ্রিম কোর্টের

এরপরই আরও একটি টুইট করেছেন অমিত ৷ সেখানে আবার বিচারপতি কৌশিক চন্দের (Justice Kaushik Chanda) কথা উল্লেখ করা হয়েছে ৷ প্রসঙ্গত, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) অভিযোগ ছিল, একুশের ভোটে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে তাঁকে চক্রান্ত করে হারানো হয়েছে ৷ ভোটের চূড়ান্ত ফল নিয়েও বারবার উষ্মা প্রকাশ করেছেন তিনি ৷ দিয়েছেন আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও ৷

সেই মোতাবেকই, ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে ৷ মামলাটির শুনানি শুরু হয় বিচারপতি চন্দের এজলাসে ৷ কিন্তু তৃণমূলের অভিযোগ, বিচারপতি চন্দ বিজেপি ঘনিষ্ঠ ৷ তাই তাঁর কাছ থেকে নিরপেক্ষ বিচার পাওয়া সম্ভব নয় ৷ তাই নন্দীগ্রাম বিধানসভা আসনে ভোট গণনায় কারচুপি সংক্রান্ত মামলাটি অন্য বিচারপতির বেঞ্চে সরানোর আবেদন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই আবেদন খারিজ করে দেন ৷

আরও পড়ুন :ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরু করল জাতীয় মানবাধিকার কমিশন

অমিত মালব্যর দাবি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই কঠোর মনোভাবের জন্যই তাঁকে সরাতে চাইছে রাজ্য়ের শাসকদল ৷ তাই বার কাউন্সিলের চেয়ারম্য়ানের আবেদনকে সরাসরি ‘রাজনৈতিক’ বলে অভিযোগ করেছেন তিনি ৷ প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা ছাড়াও নারদ (Narada Scam) মামলায় চার হেভিওয়েটের জামিন আটকানো, কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও আইনমন্ত্রী মলয় ঘটককে হলফনামা পেশ করে বক্তব্য পেশ করতে না দেওয়ার মতো বিষয়গুলির উল্লেখ করেছেন অশোক দেবও ৷ দেশের প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে অশোকের যুক্তি, সাম্প্রতিক এই ঘটনাক্রমই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নিরপেক্ষ না হওয়ার প্রমাণ দিচ্ছে ৷

Last Updated :Jun 28, 2021, 8:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details