পশ্চিমবঙ্গ

west bengal

Jagdeep Dhankhar on Municipal Election : এক সঙ্গে পৌরভোট করা হোক, কমিশনকে চিঠি রাজ্যপালের

By

Published : Nov 23, 2021, 7:39 PM IST

Updated : Nov 23, 2021, 11:05 PM IST

governor jagdeep dhakhar directs wb election commission to hold once for all municipal poll

মঙ্গলবার রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে রাজভবনে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (dhankhar-state election commissioner meeting) ৷ তার পরই তিনি জানান, এক সঙ্গে পৌরভোট করা হোক ৷

কলকাতা, 23 নভেম্বর : বঙ্গের সব পৌরসভা ও পৌরনিগমে একসঙ্গেই নির্বাচন হোক ৷ এমনটাই চান রাজ্যপাল জগদীপ ধনকড় (governor jagdeep dhakhar directs wb election commission) ৷ মঙ্গলবার একাধিক টুইট করে রাজ্যের নির্বাচন কমিশনারকে সতর্ক করেন তিনি ৷

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে যে কলকাতা ও হাওড়া পৌরনিগমের নির্বাচন একই সঙ্গে করতে চায় রাজ্য নির্বাচন কমিশন ৷ রাজ্য সরকারেরও এতে সম্মতি রয়েছে ৷ কিন্তু সব পৌরসভা ও পৌরনিগমের ভোট এক সঙ্গে করার দাবিতে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ তাই এখনও ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়নি ৷

এই পরিস্থিতিতে আজ, মঙ্গলবার রাজভবনে যান রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস ৷ তাঁকে রাজ্যপাল জগদীপ ধনকড়ই পৌরভোট নিয়ে কথা বলার জন্য ডেকে পাঠিয়েছিলেন ৷ সৌরভ দাসের সঙ্গে বৈঠকের (dhankhar-state election commissioner meeting) পরই একাধিক টুইট করে রাজ্যপাল স্পষ্ট করেন যে, তিনিও চান রাজ্যে সমস্ত পৌরসভা ও পৌরনিগমের ভোট একই সঙ্গে হোক ৷

আরও পড়ুন :Kolkata and Howrah Municipal Election: কলকাতা ও হাওড়ায় পৌরভোট 19 ডিসেম্বর করাতে চায় রাজ্য, হলফনামা জমা পড়ল আদালতে

এই নিয়ে টুইট করা ছাড়াও তিনি সংবিধানের উদাহরণ টেনেছেন ৷ রাজ্য সরকারের মত অনুযায়ী আলাদা করে পৌরনিগমের ভোট করার বিপক্ষে মত প্রকাশ করেছেন ৷ পরে আবার রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি (dhankhar writes letter to wb election commission) দিয়ে জানিয়েছেন যে রাজ্যে সমস্ত পৌরসভা ও পৌরনিগমের ভোট একই সঙ্গে হোক ৷

Last Updated :Nov 23, 2021, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details