পশ্চিমবঙ্গ

west bengal

Hafiz Alam Sairani: 11টি অভিযোগের প্রেক্ষিতে ফরওয়ার্ড ব্লক ছাড়লেন প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি

By

Published : Sep 24, 2022, 8:27 PM IST

এগারো দফা অভিযোগ জানিয়ে ফরওয়ার্ড ব্লক দলের সবরকম সদস্য পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি (Hafiz Alam Sairani Lefts Forward Block Party) ৷ তবে, আজীবন বামপন্থী থাকবেন বলে জানিয়েছেন তিনি ৷

Former Minister Hafiz Alam Sairani Lefts Forward Block Party
Former Minister Hafiz Alam Sairani Lefts Forward Block Party

কলকাতা, 24 সেপ্টেম্বর: ফের ভাঙন ফরওয়ার্ড ব্লকে ৷ এ বার ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি (Hafiz Alam Sairani Lefts Forward Block Party) ৷ দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসকে চার পাতার চিঠি দিয়েছেন হাফিজ আলম ৷ সেখানে নেতৃত্বের বিরুদ্ধে মোট 11টি অভিযোগ করেছেন তিনি ৷ তবে, জানিয়েছেন ফরওয়ার্ড ব্লক ছাড়লেও, বামপন্থা ছাড়ছেন না ৷ এ দিকে পদত্যাগ পত্রের বিষয়ে ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেন, ‘‘চিঠি পেয়েছি ৷ আগামী 15 ও 16 অক্টোবর দলের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর বৈঠকে আলোচনা হবে ৷’’

এর আগে ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধাচরণ সহ-একাধিক কারণে প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজকে বহিষ্কার করেছিল রাজ্য নেতৃত্ব ৷ একইভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক নেতাকে বহিষ্কার করেছিল ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ৷ পরে তাঁরা আজাদ হিন্দ মঞ্চ তৈরি করেন ৷ এ দিকে পারিবারিক সূত্রে, আলি ইমরান রামজেক কাকা হলেন হাফিজ আলম সাইরানি ৷ ফলে, ভাইপোর বহিষ্কারের পর কাকার পদত্যাগ রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অন্যান্য বাম সংগঠনগুলি ৷

আরও পড়ুন:নেতাজির জন্মদিন কেন 'দেশপ্রেম দিবস' নয় ? 23 জানুয়ারি পথে ফরওয়ার্ড ব্লক

হাফিজ আলম সাইরানি চার পাতার পদত্যাগ পত্রে অভিযোগ করেছেন, ‘‘2019 সালের পরে দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলেছে ৷ কেন্দ্রের মোদি সরকার জনবিরোধী নীতি এবং সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে চলেছে ৷ রাজ্যে দুর্নীতিগ্রস্থ ও অগণতান্ত্রিক সরকার চলছে ৷ জাতীয়তাবাদী একটি বামপন্থী দল হিসাবে এই রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলন করে এবং সংগঠনকে শক্তিশালী করার সুযোগ ছিল ৷ রাজ্য নেতৃত্বের পরিকল্পনা, কর্মসূচী গ্রহণের ক্ষেত্রে দিশাহীন ভূমিকা ফরওয়ার্ড ব্লককে পিছিয়ে দিচ্ছে ৷’’ তাই তিনি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details