পশ্চিমবঙ্গ

west bengal

Breast Reconstruction in SSKM: ইতিহাসে এসএসকেএম, দক্ষিণ এশিয়ায় প্রথম ম্যাট্রিক্স পদ্ধতিতে স্তন পুনর্গঠন কলকাতায়

By

Published : Jul 3, 2022, 5:50 PM IST

Updated : Jul 3, 2022, 9:13 PM IST

First in South Asia Successful Surgery of Breast Reconstruction by Matrix Process in SSKM
First in South Asia Successful Surgery of Breast Reconstruction by Matrix Process in SSKM

ক্যানসারে আক্রান্তের দু’টি স্তন বাদ দেওয়ার পর, এই ম্যাট্রিক্সের সাহায্যে কৃত্রিম স্তন তৈরি করা হয় ৷ যে চিকিৎসা পদ্ধতি এতদিন ভারতে অনুমোদিত ছিল না ৷ সম্প্রতি ড্রাগ কন্ট্রলার জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ, ডিসিজিআই ভারতে স্তন ক্যানসার আক্রান্ত মহিলাদের নতুন জীবন দিতে ম্যাট্রিক্স পদ্ধতিতে চিকিৎসায় ছাড়পত্র দিয়েছে (First in South Asia SSKM successfully operated breast reconstruction by matrix process) ৷

কলকাতা, 3 জুলাই: ইতিহাস গড়ল এসএসকেএম হাসপাতাল ৷ স্তন ক্যানসারের চিকিৎসায় ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রথম হাসপাতাল হিসাবে ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করল এসএসকেএম ৷ আর যাঁর হাত ধরে তৈরি হল ইতিহাস, তিনি চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার ৷ তাঁর উদ্যোগেই ইংল্যান্ড থেকে ভারতে ম্যাট্রিক্স নিয়ে এসে এই চিকিৎসা সম্ভব হল (First in South Asia SSKM successfully operated breast reconstruction by matrix process) ৷

কিন্তু, প্রশ্ন হল কী এই ম্যাট্রিক্স ?

স্তন ক্যানসার আক্রান্ত মহিলাদের নতুন জীবন দিতে ব্যবহৃত হয় ম্যাট্রিক্স । ক্যানসারে মহিলাদের দু’টি স্তন বাদ যাওয়ার পর এই ম্যাট্রিক্সের সাহায্যে কৃত্রিম স্তন প্রতিস্থাপন করা হয় ৷ যে চিকিৎসা পদ্ধতি এতদিন ভারতে অনুমোদিত ছিল না ৷ সম্প্রতি ড্রাগ কন্ট্রলার জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ, ডিসিজিআই ভারতে স্তন ক্যানসার আক্রান্ত মহিলাদের নতুন জীবন দিতে ম্যাট্রিক্স পদ্ধতিতে চিকিৎসায় ছাড়পত্র দিয়েছে ৷

এই সাফল্যের কান্ডারি চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানিয়েছেন, কলকাতার বাসিন্দা 37 বছরের এক মহিলার ডান দিকে স্তনে একটি টিউমার ধরা পড়ে ৷ পরীক্ষার পর দেখা যায়, টিউমারটি সক্রিয় ৷ অর্থাৎ, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত ৷ ওই মহিলাই চিকিৎসকদের জানান, তাঁর দু’টি স্তন কেটে বাদ দিতে ৷ এই পরিস্থিতিতে তাঁর বিআরসিএ টেস্ট অর্থাৎ, ক্যানসারের জিন পরীক্ষা করা হয় ৷ দেখা যায় জিনগত কারণেই তাঁর ক্যানসার হয়েছে ৷ ফলে রোগীর দু’টি স্তনের পাশাপাশি, জরায়ু ও ফ্যালোপিয়ান টিউব কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷

চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানান, অস্ত্রোপচারের বেশ কয়েকদিন আগে ড্রাগ কন্ট্রলার জেনারেল অফ ইন্ডিয়া ম্যাট্রিক্স, যার বৈজ্ঞানিক নাম অ্যাসেলুলার ডার্মাল ম্যাট্রিক্স পদ্ধতিকে ছাড়পত্র দেয় ৷ তখন তিনিই ব্রিটেনে তাঁর এক চিকিৎসক বন্ধুর সাহায্যে এই ম্যাট্রিক্স পশ্চিমবঙ্গের এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন ৷ এর পর সম্প্রতি ওই মহিলার দু’টি স্তন কেটে বাদ দেওয়া হয় এবং ম্যাট্রিক্সের সাহায্যে কৃত্রিম স্তন তাঁর শরীরে পুনর্গঠন করা হয় ৷ সবশেষে ল্যাপারোস্কপির মাধ্যমে জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউব কেটে বাদ দেন চিকিৎসকরা ৷

তবে, স্তন পুনর্গঠনে কীভাবে কাজ করে এই ম্যাট্রিক্স ?

চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানিয়েছেন, এই ধরনের চিকিৎসায় ম্যাট্রিক্সের সাহায্যে যে কৃত্রিম স্তন বসানো হবে সেটাকে চাদরের মত জড়িয়ে দেওয়া হয় ৷ স্তনের অংশে চামড়ার তলায় মাংসের উপরে একটা পকেট তৈরি করে সেখানে ওই কঙ্কালটি বসিয়ে দেওয়া হয় ৷ এরপর সময়ের সঙ্গে স্তন পুনর্গঠিত হওয়া শুরু করে ৷ এই পদ্ধতিতে স্তন ক্যানসার ফিরে আসার সম্ভাবনা 95 শতাংশ কমে যায় ৷

ইতিহাসে এসএসকেএম, দক্ষিণ এশিয়ায় প্রথম ম্যাট্রিক্স পদ্ধতিতে স্তন পুনর্গঠন

আরও পড়ুন:Rare Surgery in SSKM : এসএসকেএমে বিরল অস্ত্রোপচার, বালকের ফুসফুস থেকে বেরোল বাঁশি

এতদিন এই পদ্ধতিতে চিকিৎসা একমাত্র বিদেশে হতো ৷ এক দশকেরও বেশি সময় ধরে এই পদ্ধতিতে চিকিৎসা চলছে বিদেশে ৷ প্রথমবার তা দক্ষিণ এশিয়া তথা এ রাজ্যের এসএসকেএম হাসপাতালে সাফল্যের সঙ্গে ব্যবহার করা হল ৷ প্রসঙ্গত, ক্যানসারের কারণে অস্ত্রোপচার করে দু’টি স্তন বাদ পড়েছিল হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির ৷ তাঁরও এই ম্যাট্রিক্স পদ্ধতিতেই স্তন পুনর্গঠন করেছিলেন চিকিৎসকরা ৷

Last Updated :Jul 3, 2022, 9:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details