পশ্চিমবঙ্গ

west bengal

Dabanjan Deb: শহরের স্কুলগুলিতে স্মার্ট অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা ছিল দেবাঞ্জনের

By

Published : Jun 27, 2021, 2:27 PM IST

বিভিন্ন স্কুলে বিদেশি আদব-কায়দায় স্মার্ট অনলাইন ক্লাস করানোরও পরিকল্পনা ফেঁদেছিল ভুয়ো টিকাকরণ কাণ্ডে (Fake Vaccination Case) মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব (Dabanjan Deb) ৷ জেরায় গোয়েন্দাদের সে নিজেই এ কথা জানিয়েছে ৷

fake vaccination case: dabanjan deb planned to start smart online class in kolkata schools
শহরের স্কুলগুলিতে স্মার্ট অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা ছিল দেবাঞ্জনের

কলকাতা, 27 জুন : বিভিন্ন স্কুলের সঙ্গে কথা বলে একটি স্মার্ট অনলাইন ক্লাস চালানোর পরিকল্পনা করেছিল ভুয়ো টিকাকরণ কাণ্ডে (Fake Vaccination Case) মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব (Dabanjan Deb) ৷ একেবারে বিদেশি পড়াশোনার ধাঁচে সে শহরে শুরু করতে চেয়েছিল এই ক্লাস । কিন্তু প্রতারণার আবহেই তৈরি হচ্ছিল এই পরিকল্পনা ।

ভুয়ো টিকাকরণ কাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব জেরায় গোয়েন্দাদের জানিয়েছে, বিভিন্ন স্কুল এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ইতিমধ্যেই একাধিকবার বৈঠক করেছে সে । সেই বৈঠকে সে নিজেকে রাজ্য সরকারের আমলা হিসেবেই পরিচয় দিয়েছিল । বৈঠকে ঠিক হয়েছিল, একাধিক অনলাইন ক্লাস শহরে চালু করা হবে । বিদেশি আদব-কায়দায় হবে পড়াশোনা ।

আরও পড়ুন :ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কেন্দ্রীয় তদন্ত চেয়ে হর্ষ বর্ধনকে চিঠি শুভেন্দুর

এই করোনাকালে অত্যন্ত উন্নত প্রযুক্তির দ্বারা যাতে ঘরে বসেই ছাত্রছাত্রীদের পড়ানো সম্ভব হয়, তার সুবন্দোবস্ত করছিল বলে দাবি করেছে দেবাঞ্জন দেব । কিন্তু গোটাটাই ভাঁওতাবাজি ছিল বলে মনে করছেন গোয়েন্দারা । কলকাতার একটি নামী সংস্থার কাছ থেকে লক্ষাধিক টাকার বৈদ্যুতিক সরঞ্জামও কিনে ফেলেছিল দেবাঞ্জনের সাগরেদরা । ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃত দেবাঞ্জন দেবকে জেরা করে একের পর সামনে আসছে নতুন নতুন তথ্য ৷ তার রকমারি কীর্তিকলাপ এবং ভাঁওতাবাজির খোঁজ পাচ্ছেন গোয়েন্দারা ।

আরও পড়ুন:পুরনিগমকে অন্ধকারে রেখে কীভাবে ভুয়ো টেন্ডার-ওয়ার্ক অর্ডার দিল দেবাঞ্জন ?

সোমবার ফের দেবাঞ্জন দেবকে জেরা করতে পারে সিআইডি । প্রয়োজনে তাকে ভবানীভবনেও নিয়ে যাওয়া হতে পারে । এর আগে দেবাঞ্জনকে জেরা করেছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা । ভুয়ো আমলা কাণ্ডে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক ব্যক্তিকে বিভিন্ন সময়ে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ । ফলে তাদের সঙ্গে দেবাঞ্জনের কোনও যোগ রয়েছে কি না, তা জানার জন্য তাকে ফের জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি ।

ABOUT THE AUTHOR

...view details