পশ্চিমবঙ্গ

west bengal

KMC Election 2021 : রেকর্ড ভোটে জিতেও ব্রাত্য ফৈয়াজ আহমেদ খান, ক্ষুব্ধ অনুগামীরা

By

Published : Dec 26, 2021, 7:30 PM IST

কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) ‌রেকর্ড ভোটে জিতেও মেয়র পরিষদে জায়গা পেলেন না 66 নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান (TMC Candidate Faiyaz Ahmed Khan) ৷ যা নিয়ে দলের অন্দরেই উঠছে বৈষম্যের অভিযোগ ৷

faiyaz ahmed khan does not get entry to mayor council even after record winning in kmc election 2021
KMC Election 2021 : রেকর্ড ভোটে জিতেও ‘ব্রাত্য’ ফৈয়াজ আহমেদ খান, ক্ষুব্ধ অনুগামীরা

কলকাতা, 26 ডিসেম্বর : এবারের কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) ‌রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন 66 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান (TMC Candidate Faiyaz Ahmed Khan) ৷ 62 হাজার 45 ভোটের ব্যবধানে সিপিএম প্রার্থী শাকিব আক্তারকে পরাজিত করেছেন ফৈয়াজ ৷ তারপরও মেয়র পরিষদে তাঁর জায়গা হয়নি ৷ শহরের কোনও বরো কমিটির চেয়ারম্যান হিসাবেও তাঁকে দায়িত্ব দেওয়া হয়নি ৷ এই ঘটনায় বৈষম্যের অভিযোগ উঠছে দলের অন্দরেই ৷

আরও পড়ুন :KMC Election 2021 Result : তাঁর গাঁথা উন্নয়নের সিঁড়ি বেয়েই বিপুল জয় তৃণমূলের, দাবি শোভনের

তথ্য বলছে, বারবার নিজেকে প্রমাণ করেছেন রাজ্যের মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজ ৷ একুশের বিধানসভা নির্বাচনেও নিজের ওয়ার্ড থেকে দলকে প্রায় 50 হাজার ভোটের লিড দিয়েছেন তিনি ৷ 2019-এর লোকসভা নির্বাচনেও প্রায় 28 হাজার ভোটের লিড ছিল এই ওয়ার্ড থেকে ৷ গতবারের পৌরভোটেও 31 হাজার ভোট পেয়েছিলেন ফৈয়াজ ৷ তারপরও কলকাতা পৌরনিগমে গুরুত্বপূর্ণ কোনও পদে ঠাঁই পাননি তৃণমূলের এই তরুণ তুর্কী ৷

দলেরই এক সূত্রের দাবি, কলকাতার 66 নম্বর ওয়ার্ডে মাঝেমধ্যেই অশান্তি ছড়ায় ৷ তাই ভোটের ময়দানে দলকে সাফল্য এনে দিলেও ফৈয়াজকে সামনে আনতে দ্বিধা রয়েছে নেতৃত্বের মধ্যে ৷ সেক্ষেত্রে দলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে ৷ কিন্তু, তার জেরে ফৈয়াজ অনুগামীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে ৷ অন্য এক পক্ষের দাবি, আসলে কসবা, বালিগঞ্জ-সহ দক্ষিণ কলকাতার যেসব অঞ্চল বিধানসভা ভোটে বা পৌর নির্বাচনে দলকে লিড দেয়, সেখানকার নেতাদের কোনও দিনই বাড়তি গুরুত্ব দেওয়া হয় না ! বস্তুত, রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে বাদ দিলে‌ এই অঞ্চল থেকে মন্ত্রী হিসেবে একমাত্র উঠে আসতে পেরেছেন জাভেদ খান ৷ যিনি কিনা ফৈয়াজ আহমেদ খানেরই বাবা ৷

আরও পড়ুন :Mayor Of Kolkata Corporation : অতীনকে ডেপুটি নিয়ে ফের মেয়র ফিরহাদ, চেয়ারপার্সন থাকলেন মালা

অন্যদিকে, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম বা পার্থ চট্টোপাধ্যায়রা বরাবরই মন্ত্রী থেকেছেন ৷ উত্তর কলকাতার প্রতিনিধি হোন বা দক্ষিণের, দলে তাঁদের গুরুত্ব বরাবরই বেশি ৷ আর তাই এবারও দলের কাছে ব্রাত্যই রয়ে গেলেন ফৈয়াজ আহমেদ খান ৷

ABOUT THE AUTHOR

...view details