পশ্চিমবঙ্গ

west bengal

Abhishek Banerjee : অভিষেককে জিজ্ঞাসাবাদে দিল্লি থেকে কলকাতায় তিন আধিকারিক, তৈরি হচ্ছে প্রশ্নমালা

By

Published : Sep 1, 2022, 7:48 PM IST

Updated : Sep 1, 2022, 8:28 PM IST

কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Scam) দু’বার ইডির দিল্লির অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ শুক্রবার আবার তাঁকে ডেকেছে ইডি ৷ এবার জিজ্ঞাসাবাদ হবে কলকাতায় ৷ তার আগে তাঁকে কী কী প্রশ্ন করা হবে, তা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিলেন ইডির (ED) আধিকারিকরা ৷

enforcement-directorate-prepares-questions-to-interrogate-abhishek-banerjee-in-coal-smuggling-scam
Abhishek Banerjee অভিষেককে জিজ্ঞাসাবাদে দিল্লি থেকে কলকাতায় তিন আধিকারিক, তৈরি হচ্ছে প্রশ্নমালা

কলকাতা, 1 সেপ্টেম্বর : আগামিকাল, শুক্রবার কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Scam) জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কী কী প্রশ্ন করা হবে, সেই প্রস্তুতিতেই আপাতত ব্যস্ত ইডির আধিকারিকরা ৷

এর আগে ইডির দিল্লির অফিসে গিয়ে দু’বার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের এই তরুণ নেতা ৷ এবারই প্রথম তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির তলবে হাজিরা দিতে যাচ্ছেন ৷ কারণ, কলকাতার বদলে কেন তাঁকে দিল্লিতে ডাকা হচ্ছে, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ৷ তার পর আদালতই তাঁকে কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয় ৷

সিজিও কমপ্লেক্সে অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ইডির (ED) দিল্লির সদর দফতর থেকে তিন সদস্যের একটি দল ইতিমধ্যে কলকাতায় এসেছে ৷ ইডি সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে ওই তিন ইডি আধিকারিক সিজিও কমপ্লেক্সে যান ৷ সেখানে কয়লা পাচার কাণ্ডের তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন ৷ অভিষেককে কী কী প্রশ্ন করা হবে, সেখানে তা নিয়ে আলোচনা হয় ৷

কী কী প্রশ্ন করা হবে অভিষেককে ? ইডি সূত্রে খবর, তাঁর কাছে জানতে চাওয়া হবে যে কয়লা পাচারের টাকা থেকে তিনি আদৌ কোনও সময় লাভবান হয়েছিলেন কি না ? কেন এই প্রশ্ন করা হবে ? ইডির ওই সূত্র জানাচ্ছে যে এর কারণ কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার পুরুলিয়ার একটি অফিসে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথিপত্র উদ্ধার করেছিল ইডি । সেই তথ্য থেকেই গোয়েন্দারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পেয়েছিলেন ।

সূত্রের খবর, এরপরে দিল্লির সদর দফতরের অন্যান্য উচ্চপদস্থ ইডি কর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন । তার পরই এই প্রশ্নগুলি করা নিয়ে আলোচনা হয় ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিভাবে কোন কোন প্রশ্ন করা হবে, সেই নিয়ে চলে এই বৈঠক ।

আরও পড়ুন :নাচব নাকি! অভিষেককে ইডি তলব নিয়ে প্রতিক্রিয়া অনুব্রতর

Last Updated : Sep 1, 2022, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details