পশ্চিমবঙ্গ

west bengal

ED Search Operation: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 20 কোটি টাকা উদ্ধার ইডি'র

By

Published : Jul 22, 2022, 8:28 PM IST

Updated : Jul 22, 2022, 9:36 PM IST

ed raid on partha chatterjee house
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নয়া মোড় ()

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হল কুড়ি কোটি টাকা । এর পাশাপাশি উদ্ধার হয়েছে কুড়িটি মোবাইল ফোন-সহ একাধিক নথিপত্র । ইডি সূত্রে এই খবর জানা গিয়েছে (ED says it has seized Rs 20 crore from premises of Arpita Mukherjee, aide of WB Minister Partha Chatterjee) ৷

কলকাতা, 22 জুলাই: রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে নয়া মোড় ৷ এবার তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হল কুড়ি কোটি টাকা । এর পাশাপাশি উদ্ধার হয়েছে কুড়িটি মোবাইল ফোন-সহ একাধিক নথিপত্র । ইডি সূত্রে এই খবর জানা গিয়েছে ৷ বিষয়টি নিয়ে টুইট করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্য়াগ করে টুইটে তিনি লিখেছেন, "এটাই বাংলা মডেল ৷ তৃণমূল দুর্নীতির সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ৷"

এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে শুক্রবার সকাল থেকেই রাজ্যের 14টি জায়গায় পৃথক পৃথকভাবে অভিযান চালাযন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি) গোয়েন্দারা (ED Search Operation regarding SSC Recruitment Scam investigation) । এরমধ্যে ছিল এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহার সার্ভে পার্কের বাড়ি-সহ রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ি এবং মেকলিগঞ্জে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি ।

ইডি সূত্রে খবর, এসএসসি দুর্নীতিকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় । এদিন দক্ষিণ কলকাতায় তাঁর ডায়মন্ড সিটি সাউথের আবাসনে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ নগদ অর্থ বাজেয়াপ্ত করে ইডি ৷ জানা গিয়েছে এই বিপুল টাকা গোনার জন্য ব্যাঙ্ক থেকে তিনটি মেশিন নিয়ে আসা হয়েছে, ডাকা হয়েছে ব্যাঙ্ক আধিকারীকদেরও ৷ অন্যদিকে, 12 ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেই রয়েছেন ইডি'র তদন্তকারীরা ৷

Last Updated :Jul 22, 2022, 9:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details