পশ্চিমবঙ্গ

west bengal

Md Salim Slams Mamata: উপ-রাষ্ট্রপতি পদে ধনকড়কে প্রার্থী করার বিজেপির সিদ্ধান্তে সায় রয়েছে মমতার, দাবি সেলিমের

By

Published : Jul 18, 2022, 8:56 PM IST

জগদীপ ধনকড়কে উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী করা নিয়ে মহম্মদ সেলিম কটাক্ষ করলেন তৃণমূল ও বিজেপিকে (CPIMs Md Salim Slams Mamata Banerjee on Dhankhar Vice President Candidature) ৷

cpims-md-salim-slams-mamata-banerjee-on-dhankhar-vice-president-candidature
Md Salim Slams Mamata: উপ-রাষ্ট্রপতি পদে ধনকড়কে প্রার্থী করার বিজেপির সিদ্ধান্তে সায় রয়েছে মমতার, দাবি সেলিমের

শিলিগুড়ি, 18 জুলাই : উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচনে (Vice President Election 2022) পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Bengal Former Governor Jagdeep Dhankhar) তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং বিজেপি (BJP) মিলে প্রার্থী করেছে । দার্জিলিংয়ের রাজভবনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma) এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে রাজ্যপালের উপস্থিতিতে ওই বৈঠক থেকে সেটা স্থির হয়েছে । সোমবার শিলিগুড়িতে দলীয় বৈঠকে যোগ দিতে এসে এমনটাই মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Bengal CPIM Secretary Md Salim) ।

Md Salim Slams Mamata: উপ-রাষ্ট্রপতি পদে ধনকড়কে প্রার্থী করার বিজেপির সিদ্ধান্তে সায় রয়েছে মমতার, দাবি সেলিমের

এদিন দার্জিলিং জেলা সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে জেলা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । আর ওই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতি (President Election 2022) ও উপ-রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজ্য ও কেন্দ্রের শাসকদলকে একহাত নেন তিনি ।

মহম্মদ সেলিম বলেন, "দার্জিলিংয়ে আড়াই ঘণ্টা ধরে রাজভবনে মুখ্যমন্ত্রী বৈঠক করলেন ৷ তা নিয়েও কোন প্রশ্ন তোলা হয়নি । নরেন্দ্র মোদি ও অমিত শাহের প্রতিনিধি হিসেবে অসমের বিজেপি মুখ্যমন্ত্রী বার্তা নিয়ে এসেছিলেন । আর ওই বৈঠকের পরই মুখ্যমন্ত্রী চুপ । কোনও কথা বলছেন না । আসলে আমরা বারবার বলে এসেছি তৃণমূল কংগ্রেস বিজেপির সহযোগী দল । আমরা চাই আসল বিরোধী ঐক্য গড়ে উঠুক । লোক দেখানো নয় ।"

পাশাপাশি এদিন মহম্মদ সেলিম জানান, দলের ভাঙন নিয়েও জেলা কমিটির সদস্যদের নিয়ে গভীরভাবে বার্তা দিয়েছেন তিনি । দলের ভাঙন কেন হচ্ছে, তা নিয়ে পর্যালোচনার করার নির্দেশও দিয়েছেন তিনি । এছাড়া কেন্দ্র ও রাজ্যের তরফে দ্রব্যমূল্য বৃদ্ধি, কর বৃদ্ধি-সহ জ্বালানি ও খাদ্যদ্রব্যে কর বসানোর প্রতিবাদে লাগাতার আন্দোলনের কথা জানিয়েছেন সেলিম । ব্লকস্তর থেকে জেলাস্তর পর্যন্ত আন্দালন করা হবে বলেও জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন :Dhankhar Files Nomination: উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ জগদীপ ধনকড়ের

ABOUT THE AUTHOR

...view details