পশ্চিমবঙ্গ

west bengal

Sukanta Majumdar: দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতার পরিবারকে হুমকি দিয়ে বিতর্কে সুকান্ত

By

Published : Aug 7, 2022, 9:50 PM IST

দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা এবং তাঁদের পরিবারের সদস্যরা রাস্তায় বেরতে পারবেন না ৷ ভগবানপুরের ঘটনাকে উদাহরণ হিসাবে উল্লেখ করে, এমনই বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Controversial Remarks by Sukanta Majumdar on Bhagabanpur Fraud Case Incident) ৷

controversial-remarks-by-sukanta-majumdar-on-bhagabanpur-fraud-case-incident
controversial-remarks-by-sukanta-majumdar-on-bhagabanpur-fraud-case-incident

কলকাতা, 7 অগস্ট: এ বার তৃণমূল নেতা এবং তাদের বাড়ির লোকেদের রাস্তায় বেরোনো অসুবিধা হয়ে যাবে ৷ ভগবানপুরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের চাকরির নামে প্রতারণা এবং তার জেরে পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Controversial Remarks by Sukanta Majumdar on Bhagabanpur Fraud Case Incident) ৷ সেইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গ টেনে সুকান্ত বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের উপাখ্যান দিয়ে শুরু হয়েছে ৷ এ বার আরও অনেক ঘটনা দেখতে পাবেন ৷"

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য শিবশঙ্কর নায়েকের বিরুদ্ধে গ্রামবাসীদের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে ৷ যে ঘটনায় গ্রামবাসীদের টাকা নিয়ে শিবশঙ্কর নায়েক গা ঢাকা দিয়েছেন ৷ কিন্তু গতকাল তাঁর ছেলে এবং স্ত্রী মলিনা নায়েক, যিনি নিজেও গ্রাম পঞ্চায়েতের সদস্য, তাঁদের বেধড়ক মারধর করা হয় ৷ চাকরির জন্য যারা টাকা দিয়েছিলেন, অভিযুক্তকে গাছের সঙ্গে বেঁধে শিবশঙ্করকে মারধর করেন তারাই ৷

সেই ঘটনা প্রসঙ্গেই এ দিন শাসকদলের নেতা-মন্ত্রীদের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ তিনি বলেন, "এ বার তৃণমূলের নেতাদের এবং তাদের বাড়ির লোকেদের বেরনো অসুবিধা হয়ে যাবে ৷" সুকান্তর এই মন্তব্যে ঘিরেই বিতর্ক শুরু হয়েছে ৷ কারণ, কোনও রাজনৈতিক দলের নেতা দুর্নীতিতে জড়িত থাকলে প্রশাসনিকভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে ৷ কিন্তু তাঁর পরিবারের রাস্তায় বেরোতে সমস্যা হবে, এই মন্তব্য কখনই গ্রহণযোগ্য হতে পারে না ৷

দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা এবং তাঁদের পরিবারের রাস্তায় বেরনো মুশকিল হবে, সুকান্তর মন্তব্যে বিতর্ক

আরও পড়ুন:চাকরির নামে প্রতারণা ! অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রী ও ছেলেকে গাছে বেঁধে মার

এ ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে জড়িত যে কোনও নেতার পরিবারের উপর হামলা হতে পারে ৷ বিশেষ করে যখন রাজ্যের প্রধান বিরোধী দলের রাজ্য সভাপতি এ কথা বলেন, তখন তার প্রভাব অনেক ব্যাপক হয় বলেই মত রাজনৈতিক মহলের ৷

ABOUT THE AUTHOR

...view details