পশ্চিমবঙ্গ

west bengal

CBI interrogates Sadek laskar: শওকতের পর আজ সিবিআইয়ের মুখোমুখি সাদেক লস্কর

By

Published : Jun 16, 2022, 10:36 AM IST

Updated : Jun 16, 2022, 11:56 AM IST

ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) পর আজ সিবিআইয়ের মুখোমুখি সাদেক লস্কর (CBI interrogates Sadek laskar)৷ তাঁর বয়ান রেকর্ড করা হবে (Coal smuggling case)৷

Coal smuggling case: After Saokat Molla CBI to interrogate Sadek laskar today
শওকতের পর আজ সিবিআইয়ের মুখোমুখি হতে পারেন সাদেক লস্কর

কলকাতা, 16 জুন: বুধবার সাড়ে 8 ঘণ্টা নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে (Saokat Molla)। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে । আর ঠিক তার পরের দিন অর্থাৎ আজ নিজাম প্যালেসে কয়লা পাচার কাণ্ডে (Coal smuggling case) তলব করা হয়েছে শওকত মোল্লার ডানহাত বলে পরিচিত সাদেক লস্করকে (CBI interrogates Sadek laskar)। আজ সকালে নির্ধারিত সময়েই নিজাম প্যালেসে পৌঁছন তিনি ৷

জানা গিয়েছে, ক্যানিং পূর্বে যে সব ইটভাটা রয়েছে, বকলমে সেগুলির মালিকানা এই সাদেক লস্করের । সিবিআই-এর অভিযোগ, আসানসোল-রানিগঞ্জ এলাকার একাধিক কয়লা খনি থেকে বেআইনি ভাবে কয়লা উত্তোলন করে দক্ষিণ 24 পরগনা বিশেষ করে ক্যানিং পূর্বে একাধিক ইটভাটায় কাজে লাগানো হয়েছিল ।
সিবিআই সূত্রে খবর, গতবছর শওকত মোল্লা তাঁর জীবনতলার অফিসে বেশ কয়েকজন কয়লা মাফিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন ৷ সেখানে একজন প্রভাবশালী ব্যক্তি ছাড়াও উপস্থিত ছিলেন এই সাদেক লস্কর । জানা গিয়েছে, এই ব্যক্তির মাধ্যমে টাকা ঢুকত বিভিন্ন প্রভাবশালীদের ব্যাংক অ্যাকাউন্টে । ইতিমধ্যেই পুরুলিয়ায় অনুপ মাঝির অফিস এবং একাধিক বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বেশকিছু নথিপত্র পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । সেই সব নথিপত্র ঘেঁটে তাঁরা সাদেক লস্করের নাম পেয়েছেন বলে সিবিআই সূত্রের খবর ।

আরও পড়ুন:CBI interrogates Saokat Molla: কয়লা পাচার কাণ্ডে নিজাম প্যালেসে হাজির শওকত মোল্লা, শুরু জিজ্ঞাসাবাদ

নিজাম প্যালেস সূত্রের খবর, একজন ডিএসপি এবং একজন পুলিশ সুপার পদমর্যাদার সিবিআই আধিকারিক সাদেক লস্করকে আজ জিজ্ঞাসাবাদ করছেন । তাঁর বয়ান রেকর্ড করা হবে । গতকাল নিজাম প্যালেসে আট ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করা হয় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে । সূত্রের খবর, শওকত মোল্লার যে বয়ান রেকর্ড করা হয়েছে, তার সঙ্গে সাদেক লস্করের বয়ান মিলিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা ।

Last Updated : Jun 16, 2022, 11:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details