পশ্চিমবঙ্গ

west bengal

BJP Criticises Mamata : সরকারি অনুষ্ঠানে মমতার বক্তব্য নিয়ে সমালোচনায় সরব বিজেপি

By

Published : Jan 7, 2022, 8:54 PM IST

শুক্রবার কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন হয় ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সামনেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি (bjp raises question over mamata banerjee speech cnci inauguration) ৷

bjp raises question over mamata banerjee speech cnci inauguration
BJP Criticises Mamata : সরকারি অনুষ্ঠানে মমতার বক্তব্য নিয়ে সমালোচনায় সরব বিজেপি

কলকাতা, 7 জানুয়ারি : চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন ৷ সরকারি এই অনুষ্ঠান ঘিরে শুরু হয়ে গেল রাজনৈতিক চাপানউতোর ৷ তার কারণ, অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal Chief Minister Mamata Banerjee) কিছু মন্তব্য ৷ আর তার প্রেক্ষিতে বিজেপি নেতাদের পালটা আক্রমণ (BJP Criticises Mamata) ৷

শুক্রবার কলকাতার এই ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (CNCI 2nd Campus Inauguration) ৷ ভার্চুয়ালি তিনি উদ্বোধন করেন ৷ সেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷ তিনি নিজের ভাষণে দাবি করেন, করোনার চিকিৎসার প্রয়োজনে তিনি এই ক্যাম্পাসের উদ্বোধন করেছিলেন ৷ তিনি বলেন, ‘‘তখন এই হাসপাতাল আমাদের কাজে এসেছে । এই হাসপাতালের 25 শতাংশ খরচ আমরাও দিচ্ছি ।’’

এই নিয়ে টুইটে মমতার বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ অমিতের অভিযোগ, ‘‘উনি (মমতা) অপ্রয়োজনীয়ভাবে সংঘাতের পথে হাঁটেন । ওঁর বোঝা উচিত, কোভিডের জন্য একটি বিল্ডিংয়ের উদ্বোধন করা এবং ক্যান্সার হাসপাতালের বিশেষ বিভাগ উদ্ধোধন করা এক নয় ।’’

অন্যদিকে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ‘‘পূর্ব ভারতের সবচেয়ে উন্নত চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধনকে অসম্মান করে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে ।’’

এদিন প্রধানমন্ত্রীর কাছে রাজ্যপাল জগদীপ ধনকড় নিয়েও নালিশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর দাবি, বিভিন্ন সময় না জেনে রাজ্যপাল তথ্য তলব করেন ৷ অথচ কেন্দ্রের নির্দেশ মেনেই 90 শতাংশ কাজ করে তাঁর সরকার ৷

এই নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন বঙ্গ-বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, ‘‘কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধরনের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক । রাজ্যপাল সাংবিধানিক প্রধান । প্রধানমন্ত্রীর সামনে রাজ্যপাল সম্পর্কে এমন মন্তব্য গণতন্ত্রের পক্ষে অপমানজনক । আমি যদি অন্যকে সম্মান না করি, তাহলে অন্যের কাছ থেকে কীভাবে সম্মান আশা করব ?’’

আরও পড়ুন :PM Modi inaugurates CNCI Campus: চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার হাসপাতালের ক্যাম্পাসের উদ্বোধন করলেন মোদি

ABOUT THE AUTHOR

...view details