পশ্চিমবঙ্গ

west bengal

Suvendu Adhikari Attacks নতুন পোস্টার নিয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

By

Published : Aug 18, 2022, 8:57 AM IST

আগামী 6 মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন তৃণমূল কংগ্রেস(New TMC Poster)। এই বার্তা দিয়ে দক্ষিণ কলকাতার হাজরা মোড় এবং কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পোস্টার পড়েছে ।

Suvendu Adhikari
শহর জুড়ে তৃণমূলের নতুন পোস্টার

কলকাতা, 18 আগস্ট: আগামী ৬ মাসের মধ্যে আত্মপ্রকাশ করবে 'নতুন তৃণমূল কংগ্রেস' (Suvendu Adhikari on TMC New Poster)। এমনটাই বার্তা দিয়ে দক্ষিণ কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে পড়েছে পোস্টার। এই প্রসঙ্গে শাসকদলকে এক হাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শাসকদলকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন, ‘‘রাজ্যব্যাপী দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি এবং দেউলিয়াপনা তৃণমূল কংগ্রেসকে একেবারে বামফ্রন্টের মত পঙ্গু করে দিয়েছে। আসলে তৃণমূলের দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরাতেই এই পোস্টার।’’

বুধবার কলকাতায় পৌঁছে শসকদলের নতুন পোস্টার নিয়ে বিরোধী দলনেতা সরব হয়েছিলেন ৷ এই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারী বলেন, "তৃণমূলের দুর্নীতির থেকে নজর ঘোরানোর জন্য এই ধরনের হোডিং দেওয়া হয়েছে । এভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে । বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 294 আসনে তিনি প্রার্থী আবার পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়ার পর বললেন, পার্থ দলের কেউ নন। সারা জীবন সব কিছু মনে রাখে না মানুষ ৷ তাই কোনও ইস্যু পরিবর্তন হলে তার আগের ইস্যুটা মানুষ ভুলে যায় ৷ দুর্নীতির ইস্যুকে ভুলিয়ে দেওয়ার জন্যই তৃণমূলের এই মরিয়া চেষ্টা ।’’

শাসকদলের নতুন পোস্টার নিয়ে কটাক্ষ শুভেন্দুর

আরও পড়ুন: নতুন তৃণমূল হোর্ডিং কি আদতে কালীঘাটের উপর ক্যামাক স্ট্রিটের চাপ তৈরির খেলা

প্রসঙ্গত, আগামী 6 মাসের মধ্যে নতুন রূপে আত্ম প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস । এই বার্তা দিয়ে দক্ষিণ কলকাতার হাজরা মোড়, কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় পোস্টার পড়েছে । যা নিয়ে রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details