পশ্চিমবঙ্গ

west bengal

Amit Malviya Slams Mamata: মমতার প্রশংসার প্রয়োজন নেই মোদির, টুইট মালব্যর

By

Published : Sep 20, 2022, 7:17 PM IST

BJP leader Amit Malviya tweets that PM Narendra Modi does not need any validation from Mamata Banerjee

সোমবার বিধানসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ এই নিয়ে মঙ্গলবার টুইট করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ৷ তাঁর টুইট, মমতার প্রশংসার প্রয়োজন নেই মোদির ৷

কলকাতা, 20 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) প্রশংসায় সোমবার দরাজ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ মঙ্গলবার সেই নিয়ে জবাব দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রীর মমতার কাছ থেকে কোনও শংসাপত্রের প্রয়োজন নেই ৷

পশ্চিমবঙ্গে বিজেপির (BJP) সহ-পর্যবেক্ষক অমিত মালব্য ওই টুইটে শুধু প্রধানমন্ত্রী নন, বিজেপি নেতাদের প্রসঙ্গও টেনেছেন অমিত ৷ জানিয়েছেন, বিজেপি নেতাদেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শংসাপত্রের প্রয়োজন নেই ৷

প্রসঙ্গত, বাংলায় সিবিআই (CBI) ও ইডির (ED) তদন্ত নিয়ে অনেকদিন ধরেই সরব মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির বিরোধী বলেই তাঁর দলের নেতাদের কেন্দ্রীয় সরকার ইডি ও সিবিআই দিয়ে হেনস্তা করে বলেও তৃণমূল (Trinamool Congress) নেত্রীর অভিযোগ ৷ সোমবার ইডি-সিবিআইয়ের এই অতি সক্রিয়তা নিয়ে এক প্রস্তাব পাস হয় পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷

ওই প্রস্তাব পাসের তা নিয়ে আলোচনা হয় ৷ সেখানে ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন৷ তবে জানান যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তার নেপথ্যে প্রধানমন্ত্রী রয়েছেন, এমনটা তিনি বিশ্বাস করেন না ৷ এসব করেন বিজেপির নেতারা ৷

রাজনীতিতে মমতা ও মোদি যুযুধান দুই পক্ষ ৷ সবসময়ই একে অপরের সমালোচনায় মুখর হন দু’জনে ৷ অথচ সোমবার বিধানসভায় মোদিকে নিয়ে মমতার এই মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে ৷ সিপিএম (CPIM) ও কংগ্রেস (Congress) আবার এই নিয়ে মোদি-মমতার আঁতাতের অভিযোগ তুলেছেন ৷

ঠিক এই পরিস্থিতিতেই বিজেপির তরফে অমিত মালব্য পালটা আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ টুইটে তিনি এদিন আরও লিখেছেন, মমতার পুরো সরকার, শীর্ষ মন্ত্রীরা, দলের নেতা ও তাঁদের পরিবারও কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছে ৷ কারণ, আদালত তদন্তের নির্দেশ দিয়েছে ৷

তাই অমিত মালব্যর দাবি, দুর্নীতির জন্য দায়ী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন :ইডি-সিবিআইয়ের অভিযানের পিছনে মোদির মদত ! বিশ্বাস করেন না মমতা

ABOUT THE AUTHOR

...view details