পশ্চিমবঙ্গ

west bengal

Dhankhar Slams Mamata : টুইটারে ব্লক হয়ে মমতাকে সাংবিধানিক কর্তব্য স্মরণ করালেন রাজ্যপাল

By

Published : Jan 31, 2022, 5:58 PM IST

Updated : Jan 31, 2022, 7:37 PM IST

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) জানান যে, তিনি রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Bengal Governor Jagdeep Dhankhar) টুইটারে ব্লক করেছেন ৷ এরপর রাজ্যপাল পাল্টা টুইট করেন ৷ সেখানে তিনি নাম না করে মমতাকে সাংবিধানিক কর্তব্য পালনের কথা বলেন (bengal governor dhankhar reacts after mamata banerjee blocked him in twitter) ৷

bengal governor dhankhar reacts after mamata banerjee blocked him in twitter
Dhankhar Slams Mamata : টুইটারে ব্লক হয়ে মমতাকে সাংবিধানিক কর্তব্য মনে করালেন রাজ্যপাল

কলকাতা, 31 জানুয়ারি : পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের আচরণে বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ তাই তাঁকে টুইটারে ব্লক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Blocked Dhankhar in twitter) ৷ এই বিষয়টি প্রকাশ্যে আসতেই পালটা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল (Dhankhar Slams Mamata) ৷ টুইট করে মমতাকে সাংবিধানিক কর্তব্য পালনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি ৷

তবে রাজ্যপাল (Bengal Governor Jagdeep Dhankhar) টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নাম উল্লেখ করেননি ৷ তিনি সংবিধানের 159 নম্বর অনুচ্ছেদের কিছু অংশের ছবি পোস্ট করেছেন ৷ একই সঙ্গে লিখেছেন, রাজ্যের কেউই সাংবিধানিক নিয়ম ও আইনি বিধি আটকাতে পারেন না ৷ সংবিধানের 159 নম্বর অনুচ্ছেদে সেই বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে ৷ পাশাপাশি সাংবিধানিক দায়িত্ব যাঁরা পালন করছেন, তাঁদের সংবিধানের প্রতি বিশ্বাস রাখতে হবে (bengal governor dhankhar reacts after mamata banerjee blocked him in twitter) ৷

রাজনৈতিক মহলের মতে, এই আক্রমণের আসল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কারণ, তিনি এর আগে একাধিক টুইটে বোঝানোর চেষ্টা করেছেন যে সরকারি আধিকারিকরা বঙ্গ প্রশাসনের শীর্ষস্তরের অঙ্গুলিহেলনেই তাঁর ডাকা বৈঠকে বিরত থাকেন ৷

তার সঙ্গে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, টুইটারে তিনি রাজ্যপাল জগদীপ ধনকড়কে ব্লক করেছেন ৷ ফলে বলা যেতেই পারে রাজ্য সরকার ও রাজ্যপালের লড়াই অন্যদিকে মোড় নিল ৷ কিছুদিন পরই রাজ্য বাজেট ৷ প্রথা অনুযায়ী, বিধানসভায় রাজ্যপালের ভাষণ দিয়ে সেই অধিবেশন শুরু হওয়ার কথা ৷ তখন পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন :Bengal CM Blocks Governor : রাজ্যপালকে টুইটারে ব্লক করলেন ক্ষুব্ধ মমতা

Last Updated :Jan 31, 2022, 7:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details