পশ্চিমবঙ্গ

west bengal

New Plan of Bengal BJP : কোভিডে মানুষের পাশে দাঁড়াবে এবার বিজেপি'র 'বিবেক বাহিনী'

By

Published : Jan 8, 2022, 11:02 PM IST

New Plan of Bengal BJP
কোভিডে মানুষের পাশে দাঁড়াতে এবার বিজেপি'র বিবেক বাহিনী

কোভিডে রাজ্যবাসীর পাশে দাঁড়াতে আসছে বিজেপি'র 'বিবেক বাহিনী' (bengal bjp is forming party volunteer group to help people in covid situation) ৷

কলকাতা, 8 জানুয়ারি : রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে 'বিবেক বাহিনী' তৈরি করছে বিজেপি (bengal bjp is forming party volunteer group to help people in covid situation) । শনিবার রাতে এক ভার্চুয়াল বৈঠকে দলীয় বিধায়ক, সাংসদ, কর্মকর্তাদের সঙ্গে বঙ্গ বিজেপি'র সভাপতি সুকান্ত মজুমদারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এদিনের এই ভার্চুয়াল বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী-সহ সহ রাজ্যের সমস্ত দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন ।

বিজেপি সূত্রে খবর, বাংলার মানুষকে কোভিডে সাহায্যের জন্য একটি 24 ঘণ্টার ট্রোল-ফ্রি নম্বারও চালু করছে গেরুয়া শিবির । যে কোনও জেলা থেকে ওই নম্বরে ফোন করলেই সাহায্য প্রার্থীকে সবরকম সহযোগিতা করবে বিজেপি । এদিনের বৈঠকে এই কোভিডকালে একেবারে বুথ স্থর থেকে দলীয় নেতা-কর্মীদের সাধারণ মানুষের দুয়ারে পৌঁচ্ছনোর নির্দেশ দিয়েছেন সুকান্ত মজুমদার । এলাকাভিত্তিক এই কাজ রবিবার থেকেই শুরু করতে হবে ।

রাজ্য বিজেপি'র পরিকল্পনা অনুযায়ী, কোভিড আক্রান্ত ব্যক্তির কাছে ওষুধ-সহ জরুরি যাবতীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হবে ৷ কোনও পরিবারে সকলেই করোনা আক্রান্ত হলে সেই পরিবারের জন্য বিজেপি কর্মীরা বাজারও করে দেবেন বলে স্থির হয়েছে ৷ এই কাজে দলের যুব মোর্চা, মহিলা মোর্চার কর্মীদেরও এগিয়ে আসার নির্দেশ দিয়েছেন সুকান্ত মজুমদার । এই বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী বলেন, "সেবাই পরম ধর্ম । আমরা এবার মানুষের সেবার মধ্যে দিয়েই সংগঠনিক কাজ শুরু করছি । রাজ্য জুড়ে বিজেপির বিবেক বাহিনী তৈরি করা হচ্ছে" ৷

আরও পড়ুন : সপ্তাহান্তে আক্রান্ত প্রায় 19 হাজার, বঙ্গে বাড়ল সংক্রমণের হার

তবে এই বিষয়টিকে অনেকেই বিজেপি'র বিলম্বে বোধদয় হিসেবেই দেখছেন ৷ উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ থেকেই রাজ্যে কাজ করছে সিপিএমের "রেড ভলান্টিয়র" বাহিনী ৷ রাজ্যে করোনার তৃতীয় ঢেউ শুরু হওয়ার পর এবার এনেকটা সেই পথেই হাঁটল পদ্ম শিবির ৷

ABOUT THE AUTHOR

...view details