পশ্চিমবঙ্গ

west bengal

Sukanta Majumdar: ইডির টাকা উদ্ধার আসলে বাঙালির আত্মসম্মানের বস্ত্রহরণ, দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা সুকান্তর

By

Published : Aug 4, 2022, 9:02 PM IST

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) রোজ তিনঘণ্টা করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি ৷ বৃহস্পতিবার ধর্মতলার ওয়াই চ্যানেলে বিক্ষোভ দেখায় কিষান মোর্চা ৷ সেই বিক্ষোভে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumdar) ৷

bengal-bjp-chief-sukanta-majumdar-slams-trinamool-congress-on-bengal-recruitment-scam
Sukanta Majumdar: ইডির টাকা উদ্ধার আসলে বাঙালির আত্মসম্মানের বস্ত্রহরণ, দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা সুকান্তর

কলকাতা, 4 অগস্ট : "যে টাকা বের হচ্ছে, তা আসলে টাকা বা সোনা নয়, তা হচ্ছে বাঙালির আত্মসম্মানের বস্ত্রহরণ করা রূপ", আজ, বৃহস্পতিবার ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান মঞ্চে এসে ঠিক এই ভাষায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) নিন্দা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumdar) ।

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি কাণ্ডে (Bengal SSC Scam) পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে মিলেছে কোটি কোটি টাকা । আর তারই বিরোধিতা করে এবার পথে নেমেছে বঙ্গ বিজেপি (BJP) । আগেই বঙ্গ বিজেপি নেতৃত্ব যেমন জানিয়েছিল যে যতদিন না পর্যন্ত দুর্নীতির সঙ্গে যুক্ত সবাইকে চিহ্নিত করে গ্রেফতার করা হবে, ততদিন লাগাতার চলবে তাদের এই বিক্ষোভ অবস্থান । প্রতিদিন তিনঘণ্টা করে চলবে এই কর্মসূচি । বৃহস্পতিবারও সেই কর্মসূচি হয় ধর্মতলায়৷ এদিন কর্মসূচি আয়োজনে ছিল কিষান মোর্চা ৷

ইডির টাকা উদ্ধার আসলে বাঙালির আত্মসম্মানের বস্ত্রহরণ, দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা সুকান্তর

সেখানেই সুকান্ত বলেন, "প্রত্যেক চোরকে আমরা জেলের ভাত খাওয়াব । এটা তো সবে ওয়েব সিরিজের দুটো এপিসোড ৷ এখনও অনেক এপিসোড বাকি আছে । আরও এপিসোড আসবে৷ রোমহর্ষক এপিসোড আসবে ।"

তিনি আরও বলেন, "বস্তা বস্তা টাকা নাকি এখনও আছে৷ সব কলকাতায় এসেছে ৷ সেই টাকা কোথায় দিদিমণি (মমতা) আপনি একটু বলে দিন ৷ তাহলে ইডির বেশি খাটতে হয় না । দেশের জন্য অনেক পরিশ্রম করেছেন ৷ এবার শ্রীঘরে গিয়ে বিশ্রাম নেবেন ৷ সেই সময় আপনার চলে এসেছে । দিদি টুকে পিএইচডি পেয়েছিলেন আর ভাইপো জাল করে এমবিএ পেয়েছেন । এমন অবস্থা স্বচ্ছ মুখ বলে যাঁর হাতে রাজ্যের ভার তুলে দেওয়ার কথা ভাবছেন মুখ্যমন্ত্রী, তাঁকে সবাই কয়লা ভাইপো বলে ডাকে ।"

পাশাপাশি গতকাল মন্ত্রিসভার রদবদলে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসা বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "এটা তৃণমূলের পুরনো লোকেদের ভাবার কথা ৷ এটা আমাদের ভাবার বিষয় নয় । মিউজিকাল চেয়ার হয়েছে ৷ পেছন থেকে এসে সামনের চেয়ারে বসে পড়েছে । আমরা তো আপদ বিদায় করে দিয়েছি ।" একই সঙ্গে তিনি বলেন, ‘‘রাজ্যে ইমার্জেন্সি চলছে । আর সেই ইমার্জেন্সির সঞ্জয় গান্ধি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷’’

অন্যদিকে এদিনের কর্মসূচিতে ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ অন্যরা ৷

আরও পড়ুন :প্রতিমাসে 20 দিন সিঙ্গুরের হোটেলে ডেটিং-এ যেতেন ‘অপা’ !

ABOUT THE AUTHOR

...view details