পশ্চিমবঙ্গ

west bengal

Rabindra Sarobar Rowing Incident : কেন লাইফ সেভিং বোট ছিল না ? রোয়িং দুর্ঘটনায় প্রশ্ন তুললেন মেয়র

By

Published : May 24, 2022, 11:10 AM IST

ক্যালকাটা রোয়িং ক্লাবে কালবৈশাখীতে বোট উল্টে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় বাহ্যিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন মেয়র ফিরহাদ হাকিম (Allegations of Lack of External Security Arrangements in Calcutta Rowing Club) ৷ মৃত দুই কিশোরের পরিবারের সঙ্গে দেখা করতে যান কলকাতার মেয়র ৷ সেখানে তাঁর সঙ্গে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরাও ছিলেন ৷

Rabindra Sarobar Rowing Incident News
রোয়িং দুর্ঘটনায় প্রশ্ন তুললেন মেয়র

কলকাতা, 24 মে : কেন লাইফ সেভিং বোট ছিল না ? ঝড়ে রবীন্দ্র সরোবর লেকে রোয়িং বোট উল্টে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় এ বার সেই প্রশ্ন তুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ এ দিন তিনি মৃত দুই কিশোরের পরিবারের সঙ্গে দেখা করতে যান ৷ সেখানেই ক্যালকাটা রোয়িং ক্লাবের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি (Allegations of Lack of External Security Arrangements in Calcutta Rowing Club) ৷ সেই সঙ্গে কলকাতা পুলিশকে তাঁর নির্দেশ লাইফ সেভিংয়ের ব্যবস্থা খতিয়ে না দেখে এ ধরনের খেলায় যেন অনুমতি না দেওয়া হয় ৷

মেয়র ফিরহাদ হাকিম রোয়িং করতে গিয়ে জলে ডুবে মৃত দুই কিশোর পূষন সাধুখাঁ এবং সৌরদীপ চট্টোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা করতে যান ৷ দুই পরিবারকে সমবেদনা জানান তিনি ৷ এদিন মেয়রকে সামনে পেয়ে নিজেদের ধরে রাখতে পারেননি পূষণ এবং সৌরদীপের মা-বাবা ৷ কান্নায় ভেঙে পড়েন তাঁরা ৷ একটাই প্রশ্ন তাঁদের, সন্তান হারিয়ে কীভাবে বাঁচবেন ? ফিরহাদ হাকিম বলেন, দু’টি বাচ্চার বাবা-মায়ের প্রশ্নের কোনও উত্তর তাঁর কাছে নেই ৷ কারণ, সন্তানকে হারানোর কষ্ট কমার নয় ৷ কিন্তু, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে ৷ তাই এই কষ্ট বুকে নিয়েই তাঁদের এগিয়ে যেতে হবে ৷

ক্যালকাটা রোয়িং ক্লাবের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন ফিরহাদ হাকিম

এরপরেই ক্লাব কর্তৃপক্ষের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন মেয়র ৷ জানান, তাঁর এটা ভেবেই আশ্চর্য লাগছে, যে একটাও লাইফ সেভিং বোট ছিল না ! কোনও সহযোগী বোট ছাড়া বাচ্চাদের এই খেলায় নামানো উচিত নয় বলে মনে করেন ফিরহাদ ৷ এদিন ফিরহাদের সঙ্গে কলকাতা পুলিশের কর্তারাও পূষণ এবং সৌরদীপের বাড়িতে গিয়েছিলেন ৷ সেখানেই মেয়র জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, এই ধরনের খেলায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে না দেখে যেন অনুমতি না দেওয়া হয় ৷ এমনকি কোনও প্রতিযোগিতার অনুমতি দেওয়ার আগে সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : Boat Capsizes in Rabindra Sarobar: রবীন্দ্র সরোবরে রোয়িং করার সময় হঠাৎ কালবৈশাখী, বোট উলটে মৃত দুই কিশোর

কিন্তু, প্রশ্ন উঠছে এতদিন তাহলে কী করছিল কলকাতা পুলিশ ? ক্যালকাটা রোয়িং ক্লাবের মতো নামী সংস্থায় নিরাপত্তার এই গাফিলতি পুলিশের চোখে কেন আসেনি ? দু’টি নীরিহ প্রাণ চলে যাওয়ার পর কেন টনক নড়ল প্রশাসনের ? এমন একাধিক প্রশ্নের জবাব খুঁজছেন পূষন এবং সৌরদীপের মা-বাবা ৷

ABOUT THE AUTHOR

...view details